নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের প্রাপ্তি মিলে গেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জয়ের কীর্তি গড়া বাংলাদেশ দলকে তিন কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। বুধবার ম্যাচ শেষে রাতেই এই পুরস্কার ঘোষণা করে বিসিবি।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তামিমবাহিনী। অবশ্য দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, এই সাফল্যের জন্য পুরস্কৃত করা হবে দলকে। ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়।
কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি।‘আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’
জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানালেন জালাল ইউনুস। তিনি বলেন,‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।