Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই একাদশ নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৪:৫৬ পিএম

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। টানা ছয় ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতে ফুরায় দীর্ঘ অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে যেকোনো সংস্করণে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

পরের ম্যাচে জোহানেসবার্গে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। তবে দেশটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন এখনও জিইয়ে আছে বাংলাদেশের। সেই লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে তামিম ইকবালের দল।বাংলাদেশকে বাড়তি আশা জোগাচ্ছে ম্যাচের ভেন্যুও।

কারণ এই সেঞ্চুরিয়নেই প্রথম ম্যাচে বড় স্কোর গড়ে জয়ের ভিত রচনা করেছিল তারা। পরের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল তাদের ব্যাটিং। দেশের বাইরে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে কেবল জিম্বাবুয়ে কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজে। এবার দক্ষিণ আফ্রিকার নাম যুক্ত করার হাতছানি। যে দেশটিতে সবশেষ সিরিজে হোয়াইটওয়াশড হয়ে ফিরেছে এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট শক্তি ভারত।

 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ