Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিংবদন্তি ওয়ার্নকে হারিয়ে কাঁদছে ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৭:৫৮ এএম

ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে একই দিনে চলে গেলেন দুই কিংবদন্তি ক্রিকেটার। অস্ট্রেলিয়ান গ্রেট রড মার্শের মৃত্যুশোকের কয়েক ঘণ্টার ব্যবধানে ক্রিকেট আঙিনায় এলো আরও বড় ঝড়। কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে হারিয়ে স্তম্ভিত পুরো ক্রিকেট বিশ্ব। মাত্র ৫২ বছর বয়সেই স্পিন জাদুকর চলে গেলেন ওপারে। যা মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমীরা।

সাবেক কিপার-ব্যাটসম্যান মার্শের মৃত্যুর ১২ ঘন্টার মধ্যে চলে গেলেন ওয়ার্ন। শুক্রবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মাঝরাতে ওয়ার্নের মৃত্যুর খবর জানায় তার ম্যানেজমেন্ট সংস্থা। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকারি ওয়ার্নের মৃত্যুতে ব্যথিত ভিভিয়ান রিচার্ডস।

অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ভিবিয়ান বলেন,‘বিশ্বাস হচ্ছে না। আমি শকড। এটা সত্যি হতেই পারে না…চিরবিদায় শেন ওয়ার্ন। এই মুহূর্তে আমার কেমন লাগছে, বর্ণনা করার ভাষা নেই। ক্রিকেটের বিশাল ক্ষতি হয়ে গেল।’

ভারতের শচিন টেন্ডুলকারও শোকাহত। ২২ গজে তুমুল লড়াই চললেও মাঠের বাইরে তাদের জমত দারুণ। ভারতীয় ব্যাটিং গ্রেটের মনে পড়ছে সেসব কথা। তিনি লিখেন,‘তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠে বা মাঠের বাইরে কখনোই তোমার সঙ্গে সময়টা নিরস কাটেনি। আমাদের মাঠের দ্বৈরথ ও বাইরের আড্ডা সবসময় আমার হৃদয়ে থাকবে। তোমার মনে ভারত সবসময় একটি বিশেষ জায়গা নিয়ে ছিল এবং ভারতীয়দেরও কাছেও তুমি ছিলে বিশেষ। খুব তাড়াতাড়ি চলে গেলে।’

ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও স্বব্ধ। তিনিও মানতে পারছেন না ওয়ার্নারের মৃত্যু। তিনি লিখেরন,‘এই মুহূর্তে বাকহীন। পুরো বিষয়টি কিভাবে মেনে নিব, জানি না। আমার বন্ধু আর নেই!! সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজনকে আমরা হারিয়েছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। বিদায় ওয়ার্নি!!মিস করব তোমায়।’

পাকিস্তানের বোলিং গ্রেট ওয়াকার ইউনিসের মতে, আজ ক্রিকেটের দুঃখের দিন। তিনি লিখেন,‘শেন ওয়ার্ন আর নেই...আমি হতবাক, আমি বিধ্বস্ত। বিশ্বাসই হচ্ছে না যে আমি এই খবর শুনছি। আমাদের ক্রিকেট অঙ্গনের জন্য খুব খুব কষ্টের দিন। আমার প্রজন্মের সেরা বড় তারকা চলে গেল। চিরবিদায় লেজেন্ড। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।’

ওয়ার্নের সঙ্গে একটি ছবি টুইট করে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার লেখেন, ব্যথা প্রকাশের ভাষা জানা নেই তার।‘কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর হৃদয় বিদারক সংবাদটি মাত্রই শুনলাম। আমি কতটা ব্যথিত তা শব্দে প্রকাশ করা যাবে না। কী দারুণ এক ক্রিকেটার, লেজেন্ড এবং কী অসাধারণ এক মানুষ।’

পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদিসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের আব্দুল কাদিরের মতো গ্রেটরা যদিও লেগ স্পিন শিল্পটিকে বাঁচিয়ে রেখেছিলেন, ওয়ার্ন সেখানে যোগ করেছিলেন নতুন গ্ল্যামার ও আক্রমণাত্মক মনোভাব। এই স্পিন বোলিংকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। পাকিস্তান অধিনায়ক বাবর আজম বললেন সেটাই। ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তাকে হারানোটা ক্রিকেট বিশ্বের জন্য অনেক বড় ক্ষতি। আক্ষরিক অর্থেই তিনি তার জাদুকরী লেগ স্পিন দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। ক্রিকেট আপনাকে সবসময় মিস করবে। তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।’

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'একজন কিংবদন্তির চলে যাওয়া... শেন ওয়ার্ন, এই খেলাটির অন্যতম সেরা বোলার ...। '

কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান লিখেছেন, 'শেন ওয়ার্নের দুঃখজনক খবর শুনে বিধ্বস্ত। আমি সম্পূর্ণ হতবাক এবং এটা বিশ্বাস করতে পারছি না। ' আরেক পেস তারকা তাসকিন আহমেদ ওয়ার্নের একটা ছবি পোস্ট করে শুধু লিখেছেন, 'শান্তিতে ঘুমান কিংবদন্তি। '

ওয়ার্নের ছবি পোস্ট করে মুশফিকুর রহিম লিখেছেন, 'আমি পুরোপুরি হতবাক হয়ে গেছি এই খবর শুনে যে, শেন ওয়ার্ন আর নেই! কিংবদন্তি, খুব তাড়াতাড়ি চলে গেলে...। 'সৌম্য সরকার লিখেছেন, 'শান্তিতে ঘুমান কিংবদন্তি'। রুবেল হোসেন লিখেছেন, 'লেগ স্পিনের রাজা। অন্যতম সেরা লেগ স্পিন বোলার। শান্তিতে ঘুমান কিংবদন্তি। '

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে রডনি মার্শ আর শেন ওয়ার্নের একসঙ্গে ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'ক্রিকেটের দুই সত্যিকারের কিংবদন্তি শেন ওয়ার্ন এবং রডনি মার্শের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে । '

এমন অসংখ্য শোকবার্তায় ভরে উঠেছে সোশ্যাল সাইট। ওয়ার্নের এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা, ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম, ভারতের ব্যাটার বিরাট কোহলিসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ