Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্পিন ‘জাদুকর’ ওয়ার্নের মৃত্যু শোকাহত মাশরাফি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৭:৫৩ এএম

ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে করে হঠাৎ না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। শুক্রবার হার্ট অ্যাটাক করে মাত্র ৫২ বছর বয়সেই মৃত্যুবরণ করেন তিনি। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা এই লেগ স্পিনারের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশের ক্রিকেটও শোকাহত।

বাংলাদেশের সর্বকালের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজাও তাদেরই একজন। ওয়ার্নারের মৃত্যু নিয়ে ফেসবুক পাতায় মাশরাফি লিখলেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো!’

তার বর্ণাঢ্য ১৫ বছরের ক্যারিয়ারে ওয়ার্ন স্পিন জাদুতে মোহাবিষ্ট করেছেন, পুরো বিশ্বে অগুণতি ভক্তও বানিয়েছেন তিনি। মাশরাফি বলেন, তিনিও সেই জাদু দেখতে মুখিয়ে থাকতেন। বাংলাদেশের সাবেক সফল অধিনায়কের ভাষ্য, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন জাদুকর, প্রতিভার ভাণ্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা জাদু দেখার জন্য। আর দেখা হবেনা সেই জাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!’

খেলোয়াড়ি জীবনে মাশরাফি দুই ম্যাচে মুখোমুখি হয়েছেন ওয়ার্নের। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে মুখোমুখি হয়েছিলেন দু’জনে। সেই প্রথম টেস্টে জয়ের সম্বাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে হারটা ছিল ইনিংস ব্যবধানের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ