Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কোন ক্রিকেটারের বেতন কত! কেন্দ্রীয় চুক্তি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ৯:৩৭ এএম

ভারতীয় ক্রিকেট বোর্ড বুধবার ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন দিয়েছে। চুক্তিতে আগের মতোই গ্রেড আছে চারটি। যেখানে আছেন মোট ২৭ ক্রিকেটার। তবে কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের অবনমন হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ানের। ‘এ’ থেকে তারা নেমে গেছেন ‘সি’ ক্যাটাগরিতে।

অবনমন হয়েছে আরও তিন সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে ও ইশান্ত শর্মার। শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ ও আকসার প্যাটেলের হয়েছে উন্নতি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই আছেন তিন সংস্করণের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও পেসার জাসপ্রিত বুমরাহ। তাদের বেতন বাৎসরিক ৭ কোটি রুপি।

৫ কোটি রুপি পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে গতবার ছিলেন ১০ জন। এবার সংখ্যাটা নেমে গেছে অর্ধেকে। এখান থেকে পান্ডিয়া ও ধাওয়ানের অবনমন হওয়াটা যদিও চমক জাগানিয়া কিছু নয়।

গত দুই বছর ধরে ফিটনেস সমস্যায় ভুগছেন পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়া। গত অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতের হয়ে খেলা হয়নি ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে ধাওয়ান গত এক বছরে এক সংস্করণের খেলোয়াড় হয়ে উঠেছেন। তিনি সুযোগ পান কেবল ওয়ানডেতে। সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে, যখন ভারতের আরেক দল ইংল্যান্ডে ব্যস্ত ছিল টেস্ট সিরিজে। পরে সুযোগ পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাঁহাতি এই ওপেনার সবশেষ টেস্ট খেলেছেন আরও আগে, ২০১৮ সালে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া রাহানে, পুজারা ও ইশান্ত আগের মৌসুমের চুক্তিতে ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। এবার তারা নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে। তাদের বেতন ৩ কোটি রুপি।

টেস্ট দলে জায়গা হারানো আরেক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা জায়গা ধরে রেখেছেন চুক্তিতে। তবে এই কিপার-ব্যাটসম্যান ‘বি’ থেকে নেমে গেছেন ‘সি’ ক্যাটাগরিতে।

গতবার ১ কোটি রুপি পারিশ্রমিকের ‘সি’ ক্যাটাগরিতে থাকা শ্রেয়াস, সিরাজ ও আকসার তাদের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। উঠেছেন ‘বি’ ক্যাটাগরিতে। এখানে জায়গা ধরে রেখেছেন শার্দুল ঠাকুর।


বিসিসিআইয়ের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা:
গ্রেড এ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ।
গ্রেড এ: লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ত, মোহাম্মদ শামি।
গ্রেড বি: অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, ইশান্ত শর্মা, শার্দুল ঠাকুর, আকসার প্যাটেল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ।ৎ
গ্রেড সি: শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, যুজবেন্দ্র চেহেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ