নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ টস জেতেন বাংলাদেশের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে অভিষেক হয়েছে মুনিম-ইয়াসিরের।
আফগানিস্তানের বিপক্ষে এর আগে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ফল অবশ্য সুখকর নয় টাইগারদের। যার মধ্যে হেরেছে ৪টিতেই। বাংলাদেশ জিতেছে দুটিতে। একটি ম্যাচে জিতেছে বৃষ্টি।
অবশ্য স্বস্তির কথা সবশেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আফগান জুজু কাটিয়ে উঠার এটাও আরেকটা সুযোগ। ইতিমধ্যে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টিতেও আফগানদের বিপক্ষে জিততে মরিয়া মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদউল্লাহ (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।