Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লড়াই করে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১:২৫ পিএম

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামার আগে দারুণ এক টনিক পেল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে তুমুল লড়াই করে ৭ রানে হারলেও বিশ্ব আসরে প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়ে রাখল নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার নিউজিল্যান্ডের লিংকন গ্রিনে হওয়া আইসিসির প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসে। টসে জিতে আগে ব্যাট করা পাকিস্তান ৭ উইকেটে ১৯৯ রান তোলে। বৃষ্টি আইনে ৪২ ওভারে ২০২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতে ১৯৪ রানে থামে বাংলাদেশ।

বড় লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ওপেনিং জুটিতে ২৪ রান যোগ করে। শামীমা সুলতানা ১৭ বলে ৪ চারে করেন ১৮ রান। ফাতিমা সানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

খানিক পর আরেক ওপেনার শারমিন আক্তার ১০ রান করে ফেরেন। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।

তৃতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ১৫ রান করে জ্যোতি স্টাম্পিংয়ে আউট হন।

রুমানা আহমেদকে নিয়ে পরে চতুর্থ উইকেটে আরও ৪৯ রান যোগ করে লাল-সবুজদের শক্ত অবস্থানে রেখেছিলেন ফারজানা। ৩৬ বলে ৩ চারে ৩০ রান করে সানার বলে বোল্ড হন রুমানা।

রুমানার উইকেট পড়া থেকে শুরু ছন্দপতন। ৩ উইকেটে ১২০ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ১৭১ রান।

দারুণ খেলতে থাকা ফারজানা ৯৫ বলে ৬ চারে ৭১ রানের ইনিংসের পর সানার বলে ফিরতি ক্যাচ দেন, বাংলাদেশ অষ্টম উইকেট হারিয়ে বসে। জয়ের জন্য বাংলাদেশের তখনও দরকার ২৯ রান, হাতে কেবল ২ উইকেট।

নবম উইকেটে মুর্শিদা খাতুন ও লতা মণ্ডল এগিয়ে যাচ্ছিলেন। ১৮৭ রানের মাথায় পড়ে নবম উইকেট। ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন মুর্শিদা।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। প্রথম বলে নাহিদা এক রান নেন। দ্বিতীয় বলে ৭ রান করা লতা রা আউট হলে অল্পের জন্য জয়ের বন্দরে নোঙর করা হয়নি বাংলাদেশের।

এর আগে ৩৮ রানের ভেতর পাকিস্তানের ৩ উইকেট ফেলে চাপে ফেলেছিল বাংলাদেশ। চতুর্থ উইকেটে জাভেরলা খান ও বিসমাহ মারুফ ৭৩ রানের জুটি গড়ে বিপদ সামলান। ৪৪ রান করা জাভেরলা ও ৩২ রান করা বিসমাহর উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশ।

ওমালমা আউট হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১২০ রান। সপ্তম উইকেটে আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা ৬৬ রানের জুটি গড়েন। ৫০ বলে ৭ চারে আলিয়া ৪৫ রানে অপরাজিত থাকেন। ২৯ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ফাতিমা।

বাংলাদেশের হয়ে ঋতু মণি ৩৫ রানে নেন ৩ উইকেট। ৪০ রানে ৩ উইকেট নেন ফারিহা তৃষা। নাহিদা আক্তার নেন একটি উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ