Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের ভালো সহ্য হয়না ভারতের!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১১:২২ এএম

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের পাকিস্তান সফর বানচাল করতে ভারত সর্বোচ্চ চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শেখ রাশেদ। দুই যুগ পর পাকিস্তানের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে খুঁতখুঁতে অজিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অজিরাও।

তারপরও পাকিস্তান সফরকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা পক্ষ। পাকিস্তানে যাওয়ার কারণে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাস্টন আগারকে। আগারের স্ত্রীর কাছে হুমকি দিয়ে পাঠানো বার্তাটির ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পিসিবিকে জানানো হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে তদন্তের পর জানতে পেরেছে মৃত্যুর হুমকি দিয়ে পাঠানো বার্তাটি ভারতের গুজরাট থেকে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভারতের দিকে আঙুল তুলেছেন পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শেখ রশিদ আহমেদ। তার মতে, ভারত পাকিস্তানের ভালো কিছু দেখতে পারে না।

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর বানচাল করতে ভারত সর্বোচ্চ চেষ্টা করছে অভিযোগ তুলে শেখ রশিদ বলেন, ‘এই ঘটনার পেছনে ভারতের ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। তাই অস্ট্রেলিয়াকে পূর্ণ নিরাপত্তা, সম্মান ও মর্যাদা দেয়া এখন আমাদের জাতীয় দায়িত্ব।’

তিনি আরও যোগ করে বলেন, ‘ভারত কখনোই পাকিস্তানের সুসময় সহ্য করতে পারে না। গতকালের ঘটনা আবারও সেদিকেই ইঙ্গিত করল।’

আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে মাঠে গড়াবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ। সফরে ৩ টি করে টেস্ট, ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।



 

Show all comments
  • Anamul Haque ২ মার্চ, ২০২২, ২:২৩ পিএম says : 0
    এটা চিরসত্য কথা ভারত বাংলাদেশ প্লাস পাকিস্তানের ভালো কখনো যাবে না বিশেষ করে মুসলমান গোষ্ঠী ভালোরা কোনদিন যাবে না অন্যদের দ্বারা এটা কখনো আশা করা যাবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ