নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তরুণ দুই ব্যাটসম্যান আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ অসাধারণ নৈপূণ্যে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রেকর্ড গড়ে জয় উপহার দেয়ায় প্রসংশা ও শুভেচ্ছায় ভাসছে আফিফ-মিরাজরা।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের করা ২১৫ রানের জবাবে খেলতে নেমে টপ অর্ডারের ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন টাইগাররা। ঠিক সেখান থেকেই শুরু করে রেকর্ড জুটিতে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় উপহার দিলের তরুণ দুই ব্যাটার আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। আফগানদের বিপক্ষে ৭ বল হাতে থাকতেই ৪ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেলো টাইগাররা।
আফগানিস্তানকে হারিয়ে এই দুর্দান্ত জয় উপহার দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনসহ বিশিষ্টজনেরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন আফিফ-মিরাজরা।
অভিনন্দন জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেইসবুকে লিখেছেন, ‘‘বাঙালী মাথা নোয়াবার নয়, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়...’ অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। হারের দ্বারপ্রান্ত থেকে কীভাবে বিজয় ছিনিয়ে নিতে হয়, তা আরও একবার দেখিয়ে দিলো বাংলাদেশী টাইগাররা।’
জয়ের খুশি শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, বরেণ্য লেখক-কলামিস্ট ড. আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের বিজয়! আফগানিস্তান রান করেছে ২১৫। আর ২৮ রানেই নেই বাংলাদেশের ৫ জন। সাকিব, তামিম, মুশফিক, লিটন কেউ নাই। রাগে আমার গা জ্বলতে থাকে। এরা পেয়েছে টা কি! ক্রিকইনফো দেখি তবু বাসায় ফিরে। ভয়ে ভয়ে! দেখে আমার চক্ষু চড়কগাছ! দেখি মিরাজ আর আফিফ দুজন আছে তখনও। ৮১ বা ৮৭ করে রান। দৌড়ে দিয়ে টিভিতে দেখি তাদের অবিশ্বাস্য বিজয়ের শেষ দৃশ্য! ওরে বাবা, এরা পারেও! খুশীতে রাতের রুটিন এলোমেলা হয়ে গেল আমার। আহা: বাংলাদেশের বিজয়।’
সঙ্গীতশিল্পী বেল্লাল খান লিখেছেন, ‘মিরাজ আর আফিফ আমাদের দুই সুপারহিরো। বাংলাদেশ ক্রিকেটের হয়ে ৭ম বা যেকোনো উইকেটে এমন দ্বায়িত্বশীল ব্যাটিং এক কথায় অসাধারণ। যেখানে ৪৫রানে ৬উইকেট নাই, তারপর ৮১* আর ৯৩* রান করে দলকে জিতিয়ে দেয়া অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় জয়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টীম!’
সাংবাদিক রফিকুল ইসলাম রনি লিখেছেন, ‘অভিনন্দন টিম বাংলাদেশ! ধন্যবাদ পাওয়ার সবটুকু দাবীদার আফিফ-মেহেদীর জন্য ভালোবাসা!’
আফিফ-মিরাজকে অভিনন্দন জানিয়ে ভুঁইয়া আশিক রহমান লিখেছেন, ‘অবিশ্বাস্য ছিলো ৪৫ রানে ৬ ইউকেটের পতন, আরও অবিশ্বাস্য ১৭৪ রানের অপরাজিত থেকে আফিফ ও মেহেদী মিরাজের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারা। অভিনন্দন বাংলাদেশ। অভিনন্দন আফিফ-মিরাজকে।’
জাহিদ হাসান লিখেছেন, ‘ক্রিকেটটাই এমন আনপ্রেডিক্টেবল!!! অভিনন্দন বাংলাদেশ টীম এবং স্পেশালি অভিনন্দন আফিফ এবং মিরাজ।’
খালেদুর রহমান জুয়েল লিখেছেন, ‘আফিফ-মিরাজের বিশ্বরেকর্ড! বাংলাদেশের অবিস্মরণীয় জয়। জয় বাংলা।’
আফিফ-মিরাজের ছবি শেয়ার করে এমডি রুহুল আমিন লিখেছেন, ‘অবিশ্বাস্য ! ৪৫ রানে ৬ উইকেট থেকে ম্যাচ জয় করে শেষ করা! অনবদ্য ১৭৪** রানের জুটি! আফিফ ৯৩ * মেহেদী ৮১* মুগ্ধতায় ভরা সন্ধ্যা বাংলাদেশের ! অভিনন্দন ! হৃদয়ের সবটুকু ভালোবাসা দুজনকে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।