Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৩ পিএম

করোনা বিধিনিষেধ তুলে নেওয়ায় চট্টগ্রামের দর্শকদের কপাল খুলেছে। বুধবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আফগানিস্তান ওয়ানডে সিরিজে স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শক থাকবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন,‘আজ থেকে করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার আমাদের ফুল গ্যালারি দর্শক ফেরানোর ভাবনা আছে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে না হলেও টি-টোয়েন্টি সিরিজে হাউজ ফুল করার পরিকল্পনা আছে।’

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে বুধবার ২৩ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে কিছু কম দর্শক থাকলেও ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে গ্যালারিতে সুযোগ পাচ্ছে ১০ হাজার দর্শক। এ বিসয়ে টিটু বলেন,‘ প্রথম ম্যাচে চাইলেই দর্শক পূর্ণ করা যাচ্ছে না। টিকিট প্রিন্টিংয়ের একটা ব্যাপার আছে। আমরা প্রিন্টিং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যত বেশি সম্ভব টিকিট ছাড়া যায়। ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টিতে আমরা গ্যালারি ভর্তি করতে চাই। তবে এটা এখনো নিশ্চিত না। বুধবার আমাদের একটা বৈঠক আছে। শেষ হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরিবর্তী পরিকল্পনা।’

আজ মঙ্গলবার থেকে ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ