নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আফগানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ সবসময়ই একটা অচেনা ভয়ে থাকে। তারপর সর্বশেষ আফগানদের অসাধারণ ক্রিকেট উন্নতির মাঝে নতুন করে স্পিন ভয় যোগ হয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক ছোট এই দলটির বিপক্ষে বাংলাদেশের হারের সংখ্যাই বেশি।
‘আফগান জুজু’ সাথে তিন আফগান স্পিনার রশিদ খান, মুজিব-উর-রহমান ও মোহাম্মদ নবিকে সামলাতে যে হিমশিম খেতে হয় টাইগারদের। আগামীকাল বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
প্রথম ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তামিম আফগান স্পিনদের নিয়ে বলেন,‘ আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি কথাবার্তা বলতে চাই না। যেটি বললাম, ওদের বোলিং অনেক ভালো। সম্ভবত সেরা স্পিন আক্রমণ ওদেরই। কিন্তু ওদের বিপক্ষেই আমরা অতীতে অনেক ভালো করেছি। বিশেষ করে ওয়ানডে সংস্করণেই। তাহলে আবার কেন পারব না? আমি মনে করি, প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমাদের বরং নিজেদের পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত। ’
দেশসেরা ড্যাশিং ওপেনার আরও বলেন,‘আমরা তিন বোলার নিয়ে কথা বলছি, কিন্তু তাদের ৫০ ওভার বল করতে হবে। ওদের অন্য বোলাররাও ভালো, ফলে শুধু তিন স্পিনারকে নিয়ে ভেবে লাভ নেই। আমরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে খেল্লেই কোয়ালিটি বোলারদের মোকাবিলা করতে হয়। সত্যি বলতে (তিন স্পিনারকে মোকাবিলা করতে) কোনো চাপ নেই। তারা ভালো স্পিনার, কিন্তু তার মানে এই না যে, আমরা শুধু তাদের ওপর ফোকাস করব।’
এছাড়া তামিম বলেন,‘আমরা দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে যাচ্ছু, কিন্তু সবাই বেশ উত্তেজিত কারণ এটা আমাদের সবচেয়ে প্রিয় ফরম্যাটগুলোর একটি। সেখানে আমাদের ভালো করতে হবে, কারণ এই বছর আমাদের বেশিকছু ওয়ানডে খেলতে হবে। আমরা ওয়ানডেতে তাদের (আফগানদের) বিপক্ষে ভালো খেলেছি। দলের সবাই খেলার মধ্যেই আছে এবং তাদের মানসিক স্থিতি বেশ ভালো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।