Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ বলে ২৩ রান, শাহীন আফ্রিদির বিধ্বংসী ব্যাটিংয়ে অবিশ্বাস্য ‘টাই’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৮ পিএম

বাইশ গজে ব্যাটারদের সামনে এক ত্রাসের নাম শাহীন শাহ আফ্রিদি। বল হাতে বিধ্বংসী এই পেসার এবার পিএসএলে ব্যাট হাতে দেখালেন চমক। শেষ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে নিলেন ২৩ রান। আর তাতে নিশ্চিত হারতে চলা ম্যাচে ‘টাই’ করে আফ্রিদির দল লাহোর কালান্দার্স। যদিও সুপার ওভারে জয় পায়নি দলটি।

সোমবার পিএসএলের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তোলে পেশোয়ার। জবাবে শেষ ওভারে শাহীন আফ্রিদির তা-বে লাহোরও ১৫৮ রান পায়।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি পেশোয়ার। দলীয় ১৩ রানে আউট হন মোহাম্মদ হারিস।

১৬ বলে ২০ রান করেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই। দলীয় সর্বোচ্চ রান করেন শোয়েব মালিক। ২৮ বলে দুই বাউন্ডারিতে ৩২ রান করেন তিনি। এছাড়া কামরান আকমল ১৮, হায়দার আলী ২৫ এবং হোসেন তালাত ১৭ রান করেন।

লাহোরের ফাওয়াদ আহমেদ ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওভারের প্রথম বলেই ফেরেন ফখর জামান। ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় লাহোর। ১০ বলে ১৪ রানে ফেরেন ফিল সল্ট। এরপর মোহাম্মদ হাফিজের কার্যকরী ইনিংসেও সুবিধা করতে পারছিল না কালান্দার্স। ম্যাচ জিততে শেষ দুই ওভারে ৩০ রান প্রয়োজন ছিল লাহোরের। ১৯তম ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট তুলে নিয়ে লাহোরকে বিপদে ফেলে দেন পেশোয়ার অধিনায়ক ওয়াহাব রিয়াজ। সাজঘরে ফেরেন ৪৯ করা মোহাম্মদ হাফিজ ও হারিস রউফ (০)।

জয়ের জন্য শেষ ওভারে লাহোরের প্রয়োজন ২৪ রান। ক্রিজে দুই বোলার ফাওয়াদ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি। মনে হচ্ছিল লাহোরের হার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সেসময়ই দেখা গেলো আফ্রিদির ক্যামিও ইনিংস। শেষ ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরে প্রথম বৈধ ডেলিভারিতে চার মারেন আফ্রিদি। দ্বিতীয়, তৃতীয় বলে জোড়া ছক্কা হাঁকান আফ্রিদি। তিন বলে ১৭ রান নেন তিনি, তখন তিন বলে দরকার ৭ রান। পরের দুই বল ডট হয়। শেষ বলে লাহোরের দরকার ৭ রান। এবার মিডল-লেগস্ট্যাম্পে পড়া গুড লেংথ ডেলিভারিকে ডিপ মিড উইকেটে ছক্কা হাঁকান আফ্রিদি, ম্যাচ হয়ে যায় ড্র।

২০ বলে ২৯ রান নিয়ে অপরাজিত থাকেন আফ্রিদি। কালান্দার্স পেসারের ক্যামিও ইনিংসের আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সুপার ওভারে ওয়াহাব রিয়াজের বলে মাত্র ৫ রান নিতে সক্ষম হন লাহোরের মোহাম্মদ হাফিজ ও হ্যারি ব্রুক। পরে আফ্রিদির করা ওভারের প্রথম দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পেশোয়ারের শোয়েব মালিক।

 



 

Show all comments
  • Md:Abdllah Al Mamun ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৭ পিএম says : 0
    এত ভূল হলে চলবে কি করে । একবার বললেন যে ১৬৮ আবার বললেন ১৫৮ । আফ্রিদি ২০ বলে ২৯ করেনি ৩৯ করেছে । সঠিক করে লেখবেন ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ