Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয়বারের মতো শিরোপা জয় করে অভিনন্দনে ভাসছে কুমিল্লা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ এএম

বিপিএলে তৃতীয়বারের মতো শিরোপা জয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছে কুমিল্লা। জয়ের পর থেকেই ফেসবুকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে থাকেন কুমিল্লা সমর্থকরা। জয় উদযাপনে মেতে ওঠে নেটিজেনরা।

শুক্রবার ছিল বিপিএলের ফাইনাল খেলা। প্রতিপক্ষ শক্তিশালী ফরচুন বরিশাল এর বিরুদ্ধে বিশাল জয় পায় কুমিল্লা। এদিকে জয়ের আনন্দে পুরো কুমিল্লা শহর জুড়েই ক্রিকেট ভক্তদের হৈই হুল্লোড় পড়ে যায়। নেচে গেয়ে সমর্থকরা মাতিয়ে তোলেন পুরো শহর।

উচ্ছ্বাসে-উদ্দীপনায় কুমিল্লা দলের খেলোয়াড়দের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত করেন ক্রিকেটামোদিরা। সারা কুমিল্লা পরিণত হয় ঝলমলে আলোর ঝর্ণাধারায় স্নাত এক মহোউৎসবের কেন্দ্রবিন্দুতে।

বিপিএলের শিরোপা জয় নিয়ে ফেসবুকে রাজু নামে একজন অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্স! কাগজে-কলমে তারা জিতলেও আজকের চ্যাম্পিয়ন কিন্তু দুই দলই।দুর্দান্ত এই ফাইনাল উপহার দেয়ার জন্য কুমিল্লা এবং বরিশাল উভয় দলকেই ধন্যবাদ। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের।’’

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লাকে জয় উপহার দেয়ায় ইমরুল কায়েসের প্রশংসা করে এমপি নাজমুল হোসাইন লিখেছেন, ‘‘অভিনন্দন কুমিল্লা শুধুমাত্র হতভাগা ইমরুল কায়েসের জন্য তোমাকে সাপোর্ট করেছিলাম। ইমরুল কায়েস ভাই তোমার মুল্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়নি তো কি হয়েছে। উপরওয়ালার পক্ষ থেকে তুমি তোমার মুল্য পেয়ে গেছো। অভিনন্দন জানায় আবারও হতভাগা ইমরুল কায়েস দুআ ভালবাসা রইল।’’

সালমান আহমেদ লিখেছেন, ‘‘বিপিএল ইতিহাসের সেরা কোচ মাস্টারমাইন্ড সালাউদ্দিন এর অধীনে ইমরুল কায়েসের ক্যাপ্টেন্সিতে সবমিলিয়ে কুমিল্লা ছিলো অপ্রতিরোধ্য একটা দল,তারা ট্রপির যোগ্য দাবীদার, অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।’’

গাজি মিজানরুল রহমান লিখেছেন, ‘‘কুমিল্লা বিভাগ না হয়েও বিপিএলে ৩বার চ্যাম্পিয়ন। অনেক বিভাগ হওয়ার পরও বিপিএলে দল কিনতে পারেনি। কুমিল্লা দেখিয়ে দিয়েছে। কুমিল্লার মানুষ অনেক ধনী। অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ