Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেস্টুরেন্ট ব্যবসায় খালেদ মাসুদ পাইলট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৫২ এএম

সাকিব আল হাসান থেকে শুরু করে আকরাম খানসহ জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটার রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছে অনেক আগেই। এবার এই তালিকায় যোগ হলেন দেশের এক সময়ের তারকা ক্রিকেটার জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সাবেক ক্রিকেটার এবার রেস্টুরেন্ট ব্যবসায় নাম লেখালেন। রাজশাহী শহরে পাঠানপুর নামক স্থানে অবস্থিত খালেদ মাসুদ পাইলটের রেস্টুরেন্টটি, নাম দিয়েছেন ‘নোঙর’। রেস্টুরেন্ট ব্যবসায় জড়িয়ে বেশ খুশি সাবেক সফল এই উইকেট কিপার। শিগগিরই কোমর বেঁধে শুরু করবে রেস্টুরেন্ট, আপাতত চলছে পরীক্ষামূলক কার্যক্রম।

বৃহস্পতিবার রাতে পাইলট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রেস্টুরেন্ট ব্যবসার কথা জানান তিনি। ফেসবুকে তিনি লেখেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, শিগগিরই রাজশাহীর পাঠানপাড়া এলাকায় অবস্থিত আমার ‘নোঙর’নামে রেস্টুরেন্টটি চালু করতে যাচ্ছি। আপাতত আমরা সীমিত কিছু খাবারে পরীক্ষামূলকভাবে রেস্টুরেন্টটি চালাচ্ছি ক্রেতাদের ফিডব্যাক দেখতে।’

‘নোঙর’ ইনডোর, আউটডোর ও রুফটপে বসে সুলভ মূল্যে আধুনিক সব খাবার খাওয়ার ব্যবস্থা রাখবে। আমি আশা করি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের জন্য রেস্টুরেন্টটি সর্বোত্তম খাবারের সঙ্গে সর্বোত্তম পরিবেশের চাহিদা মেটাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ