Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসির জানুয়রি মাস সেরার দৌড়ে বাংলাদেশের এবাদত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০২ পিএম

প্রতি মাসেই আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচত করা হয়। জানুয়ারি মাস সেরা খেলোয়াড়ের মনোনোয়ন পেয়েছেন বাংলাদেশের তারকা এবাদত হোসেন। সেই তালিকায় আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার বেবি ডি ভিলিয়ার্স খ্যাত তরুণ ডুয়াল্ড ব্রেভিস ও দেশটির জাতীয় দলের আরেক তারকা কেগান পিটারসন।

বাংলাদেশি এই পেসার জানুয়ারিতে খেলেছেন দুটো টেস্ট। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজে ২৯.৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। প্রথম টেস্টে তিনি ৪৬ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। তরুণ এই পেসারের অসাধারণ বোলিং প্রথমবার নিউজিল্যান্ডে মাটিতে প্রথম টেস্ট জয়। সেই পারফর্ম্যান্স সে ম্যাচে তাকে এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কার। এবার

আইসিসির মাস সেরার দুয়ারেও চলে এসেছেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেকে আলাদা করে চিনিয়েছেন দাওলোদ ব্রেভিস। ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেছেন তিনি। ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি পেয়েছেন প্রোটিয়া তরুণ। বল হাতে পেয়েছিলেন ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিপক্ষে দারুণ করেছেন কেগান পিটারসন। প্রথম ম্যাচ হেরেও ওই সিরিজ প্রোটিয়ারা জিতেছিল ২-১ ব্যবধানে। ৬১ গড়ে এই সিরিজে ২৪৪ রান করেছেন পিটারসন।

চতুর্থ ক্রিকেটার হিসেবে ‘আইসিসি মেন্স প্লেয়ার অব দা মান্থ’এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন এবাদত। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ এর আগে জায়গা পেয়েছিলেন মাসসেরা হওয়ার দৌড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ