Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার জয় থামিয়ে ঢাকার বড় জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২১ পিএম | আপডেট : ৪:৩১ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২২

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১৫তম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে ঢাকার সাথে হারল ইমরুলে দলটি।

অবশ্য হেরেও পয়েন্ট তালিকায় শীর্ষে কুমিল্লা দলটি। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে ছয় ম্যাচে তিন জয়ে সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেল ঢাকার। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় ইমরুল দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং তান্ডকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই তারকা ব্যাটার ৪১ বলে তিন বাউন্ডারি ও চার ছক্কায় ঝড়ো ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ বলে দুটি বাউন্ডারি ও তিন ছক্কায় ৪৬ রান করে বিদায় নেন। অন্যদের মধ্যে শেহজাদ ৬, ইমরানুজ্জামান ১৫,শুভাগত ৯,আন্দ্রে রাসেল ১১ মোহাম্মদ নাঈম ১০ রান করেন। মাশরাফি বিন মুর্তজা ২ রান করে অপরাজিত থাকেন। বল হাতে কুমিল্লাহ হয়ে তানভিন ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজ,শহিদুল ইসলাম, করিম জানাত একটি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটনকে হারায় কুমিল্লা। ইনিংসের শুরুতেই শুন্য রানে বিদায় নেন তিনি। তবে ওপেনার মাহমুদুল হাসান জয় দারুণ ব্যাট উপহার দেন। অবশ্য জয় ছাড়া কুমিল্লার হয়ে আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি। জয় ৩০ বলে ৮টি বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া ক্যাপ্টেন ইমরুল কায়েস ২৮, করিম জানাত ১৭,আরিফুল হক ১২ ও তানভির ১০ রান করে অপরাজিত থাকেন।

ঢাকার পক্ষে ব্যাটিংয়ে জ্বলে উঠতে না পারলেও বল হাতে সফল আন্দ্রে রাসেল। তিনি ২.৩ ওভারে ১৭ রানে নেন তিনটি। এছাড়া এবাদত,কাজী আহমেদ দুটি করে উইকেট নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ