Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টিতে ৫ হাজারি ক্লাবে রিয়াদ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৬ পিএম

মঙ্গলবার চট্টগ্রামে কুমিল্লার বিপক্ষে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ বলে ৭০ রানের ঝড় তুলে নাম লিখিয়েছেন দুটি মাইলফলকে। টি-টুয়েন্টিতে ৫ হাজার রান এবং বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে পেরিয়ে দমছেন ২ হাজার রানের মাইলফলক। চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে মাইলফলক থেকে ৫৬ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ।

এর আগে বাংলাদেশের তামিম ইকবাল ও মুশফিকুর রহিম শুধু বিপিএলে ২ হাজার রান পূর্ণ করেছিলেন। রানে শীর্ষে থাকা তামিমের সংগ্রহ এখন ২,৪৮৩। মুশফিকের রান ২,৪০৮। জাতীয় দলের অভিজ্ঞ এই দুই তারকার মধ্যে চলছে মধুর প্রতিযোগিতা।

আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তামিম ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শুধু কি তাই, আজকের ইনিংসটি রিয়াদের বিপিএলে সেরা এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের যৌথভাবে সেরা ইনিংস। বিপিএলের অষ্টম আসরের ১৫তম ম্যাচে মঙ্গলবার টসে হেরে প্রথমে ব্যাট করে ১৮১ রানের সংগ্রহ পায় ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ