Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স আসছেন বুধবার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ২:০২ পিএম

টাইগারদের নতুন ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন বুধবার ঢাকায় আসছেন জেমি সিডন্স। অস্ট্রেলিয়া থেকে বিকাল ৪ টা ৪০ মিনিটে ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন টাইগারদের সাবেক এই হেড কোচ। মুঠোফোনে ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তানভির আহমেদ টিটো।

তিনি বলেন,‘বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন জেমি সিডন্স। সেখান থেকে সরাসরি হোটেলে চলে যাবেন। করোনা টেস্ট দেবেন তিনি।’

জেমি সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিলেও বোর্ডের ইচ্ছে তাকে জাতীয় দলে কাজ করানোর। একই সাথে তাকে বিভিন্ন উইংয়ে প্রয়োজন মতো ব্যবহার করার পরিকল্পনা বিসিবির। এ বিষয়ে টিটো বলেন,‘আপাতত সিডন্সকে মূলত বিসিবির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করবো। তবে আমরা চাই, সে জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে।’

এদিকে জেমি সিডন্স নিজের দায়িত্ব নিয়ে বেশ কয়েক দিন আগে এক ভিডিও বার্তায় বলেন, ‘যদিও আমি শতভাগ নিশ্চিত নই কোথায় কাজ করবো। তবে এতটুকু বলতে পারি, কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই আমাকে কাজ করতে হবে।’

উল্লেখ্য’সিডন্স অতীতে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালেন করেছেন। ২০০৭ সালে দায়িত্ব নিয়ে কাজ করেন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এছাড়া ব্যাটিং বিভাগে তামিম-সাকিবরা যথেষ্ট উন্নতি করেছিল।

সব মিলিয়ে তার অধীনে বাংলাদেশ ১৯ টেস্টের মধ্যে ২টি, ওয়ানডেতে ৮৪ ম্যাচের মধ্যে ৩১টি জিতেছে। তবে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের কোনওটিতে জিততে পারেনি। আগামী দুই বছর মুশফিকদের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে এই অস্ট্রেলিয়ানকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ