Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তবে....আকরাম খান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫৯ এএম

দেশের ক্রিকেট ইতিহাসে সব ফর্মেটেই ব্যাট হাতে শীর্ষে অবস্থান করছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। সেই তামিম দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বাইরে! কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পাচ্ছে না কেউ। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার বিসিবির পরিচালক ও তার চাচা আকরাম জানিয়েছেন দলে তামিমকে প্রয়োজন হলে অবশ্যই তাকে ম্যানেজ করা উচিত।

বেশ কিছুদিন আগে একটি মহল তার টি-টোয়েন্টির ব্যাটিং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এরপর গত বিশ্বকাপের আগে (৩০ আগস্ট ২০২১) টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, বিশ্বকাপে তামিমের না থাকায় শূন্যতাও অনুভব করছেন না তিনি। সত্যি বলতে আমি তার কথা খুব বেশি ভাবছিও না।’

কোচের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশের ওপেনার নিজেই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন। এরপর আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি তামিম। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

কিন্তু তার আগে (গত ২৭ জানুয়ারি) চট্টগ্রামে ফের তামিম ঘোষণা দেন আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার। প্রশ্ন উঠেছে, কিন্তু ছয় মাস পর কি আদৌ ফিরবেন তামিম? ইতোমধ্যেই টানা ২২ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে তিনি। মাস মিলিয়ে টানা ২৮ মাস টি-টোয়েন্টির বাইরে থাকবেন। এতোদিন পর আবারও ফিরে আসা সহজ নয়।

এই ঘোষণার পর দিনই ঢাকার হয়ে বিপিএল টি-টোয়েন্টিতে ঝড়ো সেঞ্চুরি করেন এই ওপেনার। অভিমানী তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে (চাচা) জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম বলেন,‘দলের একান্ত প্রয়োজন হলে তবেই তামিম ফেরার কথা ভাববেন।’

বিশ্বকাপের আগে তামিমের বিশ্রামের কারণ জানতে চাইলে আকরাম খান বলেন,‘তামিম টি-টোয়েন্টি থেকে ছয় মাসের ব্রেক নিয়েছে। একজন খেলোয়াড় বিশ্রামের জন্য ব্রেক নিতেই পারে। তবে তামিম তার নিজেরটা সবচেয়ে ভালো বোঝে। তামিম নিশ্চয় চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।’

এছাড়া আকরাম বলেন,‘যারা বড় মাপের খেলোয়াড়,তারা সব কিছু ভালো করে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেন। ব্যক্তিগত ভাবে তামিম ছুটিতে আমি সমর্থক করি।’

চলতি বছরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম খেলবেন কিনা এমন প্রশ্নে আকরাম বলেন,‘তামিম যদি বিশ্বকাপে খেলতে চায় তাহলে অবশ্যই খেলবে। কারণ তাকে টি-টোয়েন্টি খেলতে প্রমাণ করার কিছু নেই।’

তামিম টি-টোয়েন্টি না খেলতে চাইলে অভিভাবক হিসেবে ফেরানোর চেষ্টা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আমার কথা হল। খেলাটা তামিমের ইচ্ছা। কেউ যদি খেলতে না চায় তাহলে তাকে জোড় করে খেলানো ঠিক না। আর যদি তামিমকে দলে প্রয়োজন হয় তাহলে টিম ম্যানেজম্যান্টে অবশ্যই তাকে ম্যানেজ করবে।’

এছাড়া আকরাম বলেন,‘তামিম বিশ্বকাপে খেলবে। অবশ্যই কোন চিন্তা ভাবনা করেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে। তামিমের সাথে আমার কথা হয়,অনেক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়। মানসিক ভাবে প্রস্তুত হলে সে খেলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ