Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌম্য-ফ্লেচারের কড়া সমালোচনায় মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৩ এএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৪তম ম্যাচে মুশফিকের খুলনা টাইগার্সকে ৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলেন সাকিব-গেইলদের ফরচুন বরিশাল। দলের ব্যর্থতার দিনে দুই সতীর্থ ফ্লেচার ও সৌম্যর ব্যাটিং নিয়ে কড়া সমালোচনা করেছেন খুলনার ক্যাপ্টেন মুশফিকুর রহিম।

ম‍্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক সৌম্য-ফ্লেচারের সমালোচনা করে বলেন,‘আমি জানি না, টপ অর্ডার ব্যাটসম্যানদের কী হয়েছিল। উইকেটে এমন কোনো অস্বস্তির উপকরণ ছিল না। আমরা (ব‍্যাটিংয়ে) প্রথম ৮-১০ ওভারেই ম‍্যাচ হেরে গেছি। এই রান তাড়া করার মতোই ছিল। সবশেষ দুই ম‍্যাচে আমরা সুযোগ হাতছাড়া করেছি। মুজিব ও সাকিবকে সামলাতে সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হয়। হয় আউট হতে হবে, নয়তো রান করতে হবে। ২০-৩০ বলে খেলে রানও করছে না, আউটও হচ্ছে না, এরকম করলে তো চলবে না।’

ইয়াসিরের দুর্দান্ত ব্যাটিংয়ে কিছুটা আশা জাগায় খুলনার, সেই ইয়াসির আলি চৌধুরিও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, টপ অর্ডারেই পিছিয়ে পড়েছে দল। দলের হারের পর তিনি বলেন,‘এটা তাদের নিজেদের পরিকল্পনা। জানি না, কী হয়েছিল ওই সময়। সাকিব আল হাসান, মুজিব ভাই বোলিং করছিল ওই সময়। ওরা দুজন (ফ্লেচার-সৌম্য) মাঝখানে ছিল, ওরাই ভালো বুঝতে পারছিল যে কী হচ্ছিল। বাইরে থেকে অনেক কথাই বলা যায়। ওরা টেনে নিতে পারলে আমাদের জন্য সহজ হতো। শুরুর দিকে আরেকটু আগ্রাসী বা ১০-১২ রান যদি এদিক-সেদিক হতো বা যোগ হতো, তাহলে আজতে হয়তো আমরা জিতে যেতে পারতাম।’

বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায়। জবাবে খুলনা ২০ ওভারে খুলনা ৬ উইকেটে ১২৯ রান তোলে। বরিশাল ৬ রানে জয় পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ