Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাজেরও এখানে ভুল আছে- বিসিবি

বিপিএল...

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৬:০৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই নাটক! বিপিএলের শুরু থেকেই প্রতিবছর নাটক দেখা যায়। বিপিএলে এবারের আসরেও চট্টগ্রাম পর্বের খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মেহেদী হাসান মিরাজকে ঘিরে বিতর্কের ঝড় বয়ে গেছে। অবশেষে ‘সমঝোতা’করে আজ (সোমবার) দলটির হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার।

এই ঘটনায় সোমবার দুপুরে মিরপুরে সংবাদমাধ্যমকে বিপিএলের গভার্নিং কাউন্সিল শেখ সোহেল বলেন,‘মিরাজের মতো জাতীয় এবং উঁচু মানের ক্রিকেটার হয়ে টুর্নামেন্ট চলাকালীন এই ভূমিকা রাখা ঠিক হয়নি। তার অবশ্যই আরও অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু আমরা বিসিবির কমিটি ছিলাম সেখানে সে বলে অপেক্ষা করতে পারতো।’

গত শনিবার খেলার তিন ঘণ্টা আগে মিরাজের পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় নাঈম ইসলামকে। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জানানো হয়, মিরাজকে চাপমুক্ত করতে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সদ্য বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শেই নাকি সরানো হয় মিরাজকে।

কিন্তু বিষয়টি মোটেও ভালো লাগেনি জাতীয় দলের অলরাউন্ডারের। এরপর (অভিমানী) মিরাজ মায়ের অসুস্থতার দোহাই দিয়ে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এমনকি চট্টগ্রামের জার্সিতে আর বিপিএলে মাঠে নামতে চান না জানিয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর চিঠিও দেন তিনি। এক পর্যায়ে টিম হোটেল থেকে বেড়িও আসেন মিরাজ। পরে ফ্র্যাঞ্জাইজি মালিকের সঙ্গে বৈঠক শেষে সমঝোতায় চট্টগ্রাম দলের সঙ্গে থেকে যান মিরাজ।

তবে ফ্র্যাঞ্চাইজি-মিরাজের মধ্যে সমঝোতা হলেও এই ঘটনায় ছাড় দেবে না বিসিবি। এ বিষয়ে শেখ সোহেল বলেন, ‘আমরা কালকে ঘটনাটা শোনলাম। এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি, আমি ছিলাম, মল্লিক ভাইও ছিল। সবার সঙ্গে কথা বলার পরে আমরা যেটা দেখেছি, মিরাজেরও এখানে ভুল আছে, ম্যানেজমেন্টেরও ভুল আছে। দুজনই কিন্তু হিসেবে দোষী সাব্যস্ত হয়।’

এছাড়া সঙ্গে সোহেল বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিরও সমস্যা আছে, আমি তাদেরও ছাড় দেবো না। তাদের শুনানি হবে কয়েকদিনের মাঝে। দুই পক্ষ নিয়েই আমরা শুনানি করবো। এখানে ফ্র্যাঞ্চাইজিরও ধৈর্য্য ধরা উচিত ছিল। তারা দুই পক্ষই নিজেদের মাঝে আলোচনা করে একটা কিছু করতে পারতো। এত বড় পর্যায়ে যাওয়ার জিনিস ছিল না।’

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন,‘মিরাজ অধিনায়ক হিসেবে প্রতিটি ম্যাচের আগেই বলছিল ও ওপেন করতে চায়। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতো জেতার জন্য দল করে। তাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। অবশ্যই এটা পেশাদার ভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। ও ওপেনিং কেন চাচ্ছে, ওর মতামত কি। কোচ কী বলে, সহকারী কোচ, কম্পিউটার অ্যানালিস্ট, বোলিং কোচ আছে, দলের ম্যানেজার আছে। সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু জিনিসটা এভাবে হওয়াটা কোন ভাবেই কাম্য নয়।’

এছাড়া মল্লিক বলেন,‘ফ্র্যাইঞ্চাজিও যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে, মিরাজও যেভাবে জৈব সুরক্ষা বলয় ব্রেক করে বাইরে এসে বিবৃতি দিয়েছে ঠিক কোন ভাবেই এটা কাঙ্ক্ষিত নয়। গভর্নিং কাউন্সিল থেকে আমরা যা করতে পারি, আমরাতো টিম ম্যানেজমেন্টের ভেতর ঢুকতে পারি না। অবশ্যই বিষয়টি আমরা দেখবো।’

এ ঘটনায় শাস্তি হবে কিনা এমন প্রশ্নে মল্লিাক বলেন,‘শাস্তি অবশ্যই, কিন্তু প্রথমে দেখব যে শুধু ভুল বোঝাবুছি না অন্য কিছু। এরপর সেই অনুযায়ী দেখব। সবকিছুই আমরা দেখবো। এটা তো হতে পারে না। তাদের নিজস্ব কারণ থাকতে পারে। কিন্তু সম্মান রেখে তো করতে হবে। এমন না হলে অবশ্যই প্রশ্ন চলে আসে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ