Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাইকে ‘চমকে দেবে’ সিলেট সানরাইজার্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৯:২৬ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেয়া অন্য দলগুলোর মতো অতো তারকা ক্রিকেটার নেই সিলেট সানরাইজার্সে। স্থানীয়দের মধ্যে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, অলক কাপালি আছেন এই দলে। বিদেশি ক্যাটাগরিতে আছেন কলিন ইনগ্রাম, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা, ডেভন থমাস, লেন্ডন সিমন্স। এদেরকে নিয়েই চমক দেখাতে চায় সিলেট। ক’দিন আগে অধিনায়ক মোসাদ্দেক হোসেন জানিয়েছিলেন, দলে সুপারস্টার না থাকলেও সিলেট ‘সুপার’ ক্রিকেট উপহার দিতে চায়। শুক্রবার দলটির প্রধান কোচ মারভিন ডিলনও বললেন একই সুরে কথা।

কাল বিপিএল শুরু হলেও সিলেটের প্রথম ম্যাচ শনিবার। এদিন দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দলটি। এ ম্যাচ নিয়ে সিলেটের প্রধান কোচ ডিলন বলেন, ‘আমি বলবো না আমার দলটা তরুণ। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। প্রথম প্রতিপক্ষ হিবে কুমিল্লাকে আমরা সম্মান করছি। আমার দলটিকে কোনোভাবেই পিছিয়ে রাখবো না। তাদের মাঝে সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেট মাঠের খেলা। এই দল নিয়ে সবাইকে চমকে দিতে চাই। আন্ডারডগ হিসেবেই চমক দেখাবো। আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের বিপক্ষে কেউই সহজে জিততে পারবে না।’

নিজ দল নিয়ে দারুণ খুশি সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার। তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা এখন পর্যন্ত যে তাড়না দেখিয়েছে, তাতে আমি খুশি। ছেলেরা শিখতে মুখিয়ে থাকে। টুর্নামেন্টে তাদের প্রস্তুতি নিয়েও আমি খুশি। আমি তাদের খেলা দেখছি ও বোঝার চেষ্টা করছি। এরপর আমার দর্শন তাদের বোঝানোর চেষ্টা করবো। কোচ হিসেবে আমি বেশ আত্মবিশ্বাসী, আমরা অনেককেই চমক দেখাবো।’

এর আগে সিলেটের অধিনায়ক মোসাদ্দেক নিজের দল নিয়ে বলেছিলেন, ‘আমাদের দলে হয়তো সুপারস্টার নেই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সবাই নিজের দিনে ভালো খেলতে পারে, তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।’

সিলেট সানরাইজার্স স্কোয়াড: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন, শফিউল হায়াত হৃদয়, রবি বোপারা, সানজামুল হক ও ডেভন থমাস।



 

Show all comments
  • Rahel ২৩ জানুয়ারি, ২০২২, ১:৪২ পিএম says : 0
    সিলেট কি করলো মাত্র ৯৭ রানে টার্গেট দিলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ