Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐতিহাসিক জয়ে নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন টাইগাররা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৭:২০ পিএম

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। বর্তমান টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে এটি টাইগারদের প্রথম জয়৷ এর আগে নিউজিল্যান্ড ঘরের মাঠে টানা ১৭ ম্যাচে অপরাজিত ছিলো৷ এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছায় ভাসছেন টাইগাররা।

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের শুরুতে এমন জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন টাইগাররা।

অভিনন্দন জানিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেইসবুকে লিখেছেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মোমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে টিম টাইগার্সের জন্য থাকলো অভিনন্দন। সাবাস বাংলাদেশ।’

সাংবাদিক ও গীতিকার রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘ওরে বাংলাদেশ! নতুন এক ইতিহাস গড়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় করল টাইগার বাহিনী। তাদের মাটিতে যে কোন ফরমেটে এটাই বাংলাদেশের প্রথম জয়! আশা করি এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক অনুপ্রেরণা যোগাবে। প্রাণঢালা অভিনন্দন জানাই পুরো দলকে। লাভিউ টিম টাইগার্স। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও।’

এটাকে নতুন বছরের দারুণ উপহার আখ্যায়িত করে জহিরুল ইসলাম লিখেছেন, ‘প্রথম জয়, তাও আবার ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে। ক্রিকেট প্রেমীদের জন্য নতুন বছরের দারুণ উপহার।’

এমডি মিনহাজ উদ্দিন লিখেছেন, ‘সাকিব-তামিম ছাড়াও বাংলাদেশ দল অনেক শক্তিধর টিম তা প্রমাণ হলো। অভিনন্দন টিম বাংলাদেশ।’

খেলোয়ারদের পারফরম্যান্স নিয়ে মিথুন রায় লিখেছেন, ‘বিদেশের মাটিতে বাংলাদেশের পেসারদের এমন পারফরম্যান্স সত্যি অসাধারণ, বাঘের গর্জনে চারপাশ মুখরিত হয়ে গেছে।’

মোঃ আতিকুর রহমান লিখেছেন, ‘বছরের শুরুতেই ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়! অভিনন্দন প্রিয় বাংলাদেশ!’

রেজাউল করিমের প্রত্যাশা, ‘জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই জয়ের ধারা অব্যাহত থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ