Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি জানি কিভাবে স্যালুট দিতে হয় : ইবাদত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১০:২৫ এএম | আপডেট : ১০:২৭ এএম, ৫ জানুয়ারি, ২০২২

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আর এই ঐতিহাসিক নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের ভিত রচনা করেন। আর এই সুবাদে তিনিই হন ম্যান অব দি ম্যাচ। ম্যাচ শেষে তিনি বলেন, তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য। ফলে তিনি জানেন, কিভাবে স্যালুট দিতে হয়।

জয়ের পর এবাদত বলেন, এই কৃতিত্বের জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। নিউজিল্যান্ডের মাটিতে গত ২১ বছরে আমাদের ভাইয়েরা জয় পায়নি। এবার আমরা টার্গেট নির্ধারণ করেছি। আমরা দৃঢ়প্রত্যয়ী। আমরা টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে চেয়েছিলাম।

তিনি বলেন, গত দুই বছর আমি ওটিস গিবসনের সাথে কাজ করেছি। দেশে কন্ডিশন সবসময়ই থাকে ফ্ল্যাট। আমরা কিভাবে বল করতে হয় শিখছি। সফল হতে ধৈর্যের প্রয়োজন। আমি বাংলাদেশ বিমান বাহিনীল সৈনিক। আমি জানি কিভাবে স্যালুট দিতে হয়। ভলিবল থেকে ক্রিকেটে আসার এটা একটা দীর্ঘ কাহিনী। আমি ক্রিকেটকে উপভোগ করছি। বাংলাদেশ ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করছি।
সূত্র : ইএসপিএনক্রিকইনফো



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ