নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে যা বাংলাদেশের প্রথম কোন জয়৷ তাছাড়া কিউইদের বিপক্ষে টেস্টে বাংলাদেশ এমন সময় জয় পেল যখন তারা টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন। এ ম্যাচটির আগে নিউজিল্যান্ড ঘরের মাঠে টানা ১৭ ম্যাচে অপরাজিত ছিল৷
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৩২৮ রান করে। জবাবে বাংলাদেশ করে ৪৫৮ রান। বাংলাদেশের এ রানের জবাবে কিউইরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রান করতে সমর্থ হয়। ফলে বাংলাদেশের সামনে লক্ষমাত্রা দাঁড়ায় ৪০ রান৷ যা ২ উইকেট হারিয়ে করে ফেলে টাইগাররা।
গতকাল চতুর্থদিন কিউইদের ১৪৭ রানে পাঁচটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে চতুর্থদিন শেষে নিউজিল্যান্ড এগিয়ে ছিল মাত্র ১৭ রানে।
স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ৩৭ রান করে অপরাজিত ছিলেন রস টেইলর। তিনি আজ ৪০ রান করে এবাদতের বলে বোল্ড আউট হলে বাংলাদেশের কাজটি সহজ হয়ে যায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ছয়টো উইকেট তুলে নিয়েছেন এবাদত। তার বলের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটসম্যানরা। তিনটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।
৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে সাদমান ৩ ও নাজমুল হাসান শান্ত ১৭ রান করে আউট হন৷ কিন্তু মুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রান করে অপরাজিত থেকে জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন।