Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড ইঙ্গিত দিলেন ডমিঙ্গো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:২০ পিএম

কাল ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বে ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন দলে থাকবেন তিন পেসার৷

ডোমিঙ্গো বলেন, ‘এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তবে আশা করছি ভালো উইকেটই পাব। তবে হয়তো পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাবো। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’

তবে বাংলাদেশ হলো স্পিন নির্ভর দল। ফলে সব সময় স্পিনারদের উপরই বেশি নজর থাকে তাদের। তাই পেসারদের দিয়ে দল সাজানোর বিষয়টির সঙ্গে খুব বেশি পরিচিত না তারা। আর এ কারণে এ বিষয়টি একটু কঠিন হবে বলে মনে করেন ডমিঙ্গো।

এ ব্যপারে প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়তো ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’

নিউজিল্যান্ডের মাটি সব সময় পেস বান্ধব। এ কারণে পেসারদেরই আধিপত্য থাকে এখানে। তাই তো এ মাসের শুরুতর ভারতের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ে ১ ইনিংসে ১০টি উইকেট নিয়েও বাংলাদেশের বিপক্ষে সিরিজে জায়গা মেলেনি স্পিনার অ্যাজাজ প্যাটেলের৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ