Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিচ্ছেন রস টেইলর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৯:১১ এএম

নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর আন্তর্জতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলবেন তিনি। এরপর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন রঙিন পোশাকের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০০৭ সালে অভিষেক হওয়ার পর ৩৭ বছর বয়সী রস টেইলর দেশটির অন্যতম আস্থার প্রতীক হিসেবে নিজেকে তৈরী করেন। সব মিলিয়ে টেস্টে ১১০টি ম্যাচ খেলে ৭ হাজার ৫৮৪ রান করেছেন তিনি। রস টেইলর হলেন নিউজিল্যান্ডের চারজন ক্রিকেটারদের মধ্যে একজন যিনি ১০০টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন।

তাছাড়া ওয়ানডেতেও সমান পারদর্শী টেইলর। তিনি সব মিলিয়ে ওয়ানডেতে ৮ হাজার ৫৮১ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ২১টি।

রস টেইলর পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে ১০০ বা তার বেশি ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়েন। দীর্ঘ এ লম্বা ক্যারিয়ারের অবশেষে ইতি টানতে যাচ্ছেন ঠান্ডা মাথার খেলোয়াড় রস টেইলর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ