Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বন্ধু, তোমাকে অনেক মিস করব’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

বয়সভিত্তিক দল থেকে দুজনের একসঙ্গে পথচলা শুরু। এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। সময়ের সঙ্গে গড়ে উঠেছে দারুণ বন্ধুত্ব। শারীরিক অসুস্থতার কারণে সার্জিও আগুয়েরোর আগেভাগে অবসরের সিদ্ধান্ত তাই স্বাভাবিকভাবেই নাড়া দিয়েছে লিওনেল মেসিকে। জীবনের নতুন অধ্যায়ে প্রিয় বন্ধুকে শুভকামনা জানিয়েছেন এই ফুটবল মহাতারকা। ক্যাম্প ন্যুয়ে গতপরশু আয়োজিত এক অনুষ্ঠানে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন আগুয়েরো। হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগের কারণে ইতি টানেন ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল থেকে একসঙ্গে খেলছেন মেসি ও আগুয়েরো। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফুটবলে আর্জেন্টিনা সোনার পদক জয়ী দলের সদস্য ছিলেন দুজন। গত জুন-জুলাইয়ে কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর অভিযানেও একসঙ্গে মাঠ মাতান তারা। গত গ্রীষ্মের দলবদলে সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। অন্যতম কারণ হিসেবে বলেছিলেন ক্লাব পর্যায়েও মেসির সঙ্গে খেলার ইচ্ছার কথা। তবে কাতালান দলটির সঙ্গে নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে গেলে সাতবারের বর্ষসেরা ফুটবলার যোগ দেন পিএসজিতে। ফলে একই ক্লাবে দুজনের আর খেলা হয়ে ওঠেনি। সেই আক্ষেপেই কি-না, আগুয়েরোর অবসরের ঘোষণার পর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে প্রিয় বন্ধুর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করেছেন মেসি, ‘প্রায় পুরো ক্যারিয়ারই একসঙ্গে, কুন (সার্জিও আগুয়েরো)... আমাদের অসাধারণ কিছু মুহূর্ত আছে এবং আরও কিছু মুহূর্ত অতটা দারুণ না হলেও সময়গুলো আমাদের আরও ঘনিষ্ঠ করেছে। আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। মাঠের বাইরেও আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।’
সাবেক ম্যানচেস্টার সিটি তারকার এভাবে আগেভাগেই ফুটবল থেকে বিদায়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি, ‘মাত্র কয়েক মাস আগে কোপা আমেরিকা জয়ের আনন্দময় মুহূর্ত, সঙ্গে ইংল্যান্ডে তুমি যা অর্জন করেছো... এবং সত্যিটা এই যে, তুমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসো সেটাই আজ বন্ধ করতে হলো তা দেখে অনেক কষ্ট লাগছে।’ জীবনের নতুন পথচলায় আগুয়েরোর প্রতি শুভকামনা জানিয়েছেন মেসি। পাশাপাশি লিখেছেন, জাতীয় দলে বন্ধুর শূন্যতা অনুভব করবেন তিনি, ‘আমি নিশ্চিত যে তুমি সুখী থাকবে। কারণ, তুমি এমন একজন মানুষ যে আনন্দের দীপ্তি ছড়িয়ে দেয় এবং আমরা যারা তোমাকে ভালোবাসি, তোমার পাশেই থাকব। এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং আমি নিশ্চিত যে, তুমি সেটা একই উদ্দীপনার সঙ্গে হাসিমুখে উপভোগ করবে। জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা! আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তোমার সঙ্গে মাঠে এবং জাতীয় দলে কাটানো সময়টা অনেক মিস করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুয়েরো

১৬ ডিসেম্বর, ২০২১
১৫ ডিসেম্বর, ২০২১
১২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ