Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক হিরো আগুয়েরো

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সর্বশেষ ম্যান সিটি-আর্সেনাল ম্যাচ কি দেখেছিলেন মাউরিসিও সারি। নাকি দেখেও সার্জিও আগুয়োরোকে আটকানোর রাস্তা আবিষ্কারে ব্যর্থ চেলসি কোচ। পরশু ইতিহাদে আগুয়েরোর হ্যাটট্রিকে সারির চেলসি ৬-০ গোলে উড়ে যাওয়ার পর এমন সব প্রশ্ন ব্লু ভক্তদের মনে আসতেই পারে।

মাত্র দশ দিন আগে বোর্নমাউথের কাছে ৪-০ গোলে হেরে যায় চেলসি। এবার ম্যানচেস্টার সিটির কাছে হারের ব্যবধান চোখ কপালে তোলার মত। দুর্দান্ত একটা মৌসুম শুরু করেও স্ট্যামফোর্ড ব্রিজের ইতালিয়ান কোচকে তাই এখনই শুনতে হচ্ছে নিজের চেয়ার কতটা মজবুদ এ নিয়ে। সারি অবশ্য সোজাস্পাটাই বলে দিয়েছে, ‘আমার চাকরি সব সময়-ই রিস্কের মধ্যে থাকে।’

এ তো গেল ম্যাচ পরবর্তি চেলসি শিবিরের দশা। আর ম্যাচের চিত্রনাট্য তুলে ধরতে গেলে একটি নামই উল্লেখ করতে হবে বারংবার- সার্জিও আগুয়েরো। ১৬০ গোল নিয়ে ম্যানচেস্টার সিটির ইতিহাসে কিংবদন্তি হয়েছেন আগেই। এবার ইংলিশ প্রিমিয়ার লিগেরই কিংবদন্তি হওয়ার দৌড়ে আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে এখন আগুয়েরোর হ্যাটট্রিক ১১টি, প্রতিযোগিতায় আগুয়েরোর চেয়ে বেশি হ্যাটট্রিক আর কারো নেই। যদিও এই তালিকার শীর্ষে আগুয়েরোর সঙ্গে রয়েছেন আরেক কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়ারার। লিগ ম্যাচে আরেকটা হ্যাটট্রিক করতে পারলেই শিয়ারারকে ছাড়িয়ে এককভাবে প্রিমিয়ার লিগের অবিসংবাদিত ‘হ্যাটট্রিকম্যান’ হয়ে যাবেন আগুয়েরো।

এটি ছাড়াও আরও কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে ন্যূনতম ২০০ গোলে অবদান আছে (গোল করা ও করানো মিলিয়ে) এমন দশ জনের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। যে তালিকায় তার সঙ্গে রয়েছেন স্টিভেন জেরার্ড, অ্যালান শিয়ারার, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, রায়ান গিগস, অ্যান্ডি কোল, ওয়েইন রুনি, থিয়েরি অঁরিদের মত তারকারা। লিগে সিটির হয়ে ২২৯ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিক সহ ১৬০ গোল আগুয়েরোর। ওদিকে সাউদাম্পটন, নিউক্যাসল ইউনাইটন্দ্ব্ল্যিাকবার্ন রোভার্সের হয়ে মোট ৪৪১ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিক নিয়ে শিয়ারারের গোল ২৬০টি। বলা যেতে পারে, প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হতে আরও কাঠখড় পোড়াতে হবে আগুয়েরোকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রিক হিরো আগুয়েরো

১২ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ