নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পিএসএলের নতুন আসর শুরু হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। ১২ ডিসেম্বর হবে প্রাক-টুর্নামেন্ট ড্রাফট। অন্য সময়ের এক মাস আগে শুরু হচ্ছে এবারের আসর, কারণ মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি পিএসএলের ফাইনাল।
প্রথম ১৫ ম্যাচ হবে করাচির জাতীয় স্টেডিয়ামে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
মুলতান সুলতান্স থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিলেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে ডায়ামন্ড ক্যাটাগরিতে তাকে নিয়েছে দলটি।
পিএসএলে এবারই শেষবার খেলার ঘোষণা দিয়েছেন আফ্রিদি। চতুর্থ ফ্র্যাঞ্চাইজিতে খেলা নিশ্চিতের পর সাবেক অধিনায়ক বলেছেন, ‘কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আমি উত্তেজিত। ২০১৯ সালে শিরোপা জিতলেও গত কয়েকটি ইভেন্টে উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে দলটি।’
তিনি আরো বলেছেন, ‘আমার শেষ পিএসএল ইভেন্টে, আমার স্বপ্ন ও ইচ্ছা আরেকটি ট্রফি জেতা। ২০১৭ সালে পেশাওয়ার জালমির সঙ্গে যে সাফল্য পেয়েছিলাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।