Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শালার পর দুলাভাইও!

একই নারীকে যৌন উত্তেজক বার্তা ও অশ্লীল ছবি পাঠিয়েছিলেন পেইনরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ক্রিকেট তাসমানিয়ার এক নারী কর্মীকে যৌন উত্তেজক বার্তা পাঠিয়েছিলেন টিম পেইন। ২০১৭ সালের সে ঘটনায় টেস্ট দলের অধিনায়কত্ব হারিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এমনকি অ্যাশেজ দলেও তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলোর ধারণা, বছরের শুরুতে হওয়া ভারত সিরিজটাই সমাপ্তিরেখা হয়ে উঠতে পারে পেইনের আন্তর্জাতিক ক্যারিয়ারের। গতকাল নতুন করে আলোচনায় এসেছেন পেইন। কারণ, তার কেলেঙ্কারির খবর তাজা থাকতে থাকতেই এদিন ফেঁসে গেছেন তার আত্মীয়। এক নারীকে যৌন উত্তেজক বার্তা পাঠিয়ে চাকরি হারিয়েছেন পেইনের দুলাভাই শ্যানন টাব।
তাসমান দলের হয়ে খেলতে গিয়েই ঝামেলা বাধিয়েছিলেন টিম পেইন। ২০১৭ সালের নভেম্বরে ক্রিকেট তাসমানিয়ার এক নারী কর্মীকে কিছু যৌন উত্তেজক বার্তা ও অশ্লীল ছবি পাঠিয়েছিলেন পেইন। সেই নারী কর্মী বিষয়টি ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানান। এটা নিয়ে তদন্তও হয়। কিন্তু ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কারও কাছেই তখন মনে হয়নি যে পেইন আচরণবিধি ভেঙেছেন! পেইনকে তারা কোনো ধরনের শাস্তি না দিয়েই ছেড়ে দেয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্প বিষয়টি সবার সামনে নিয়ে এসেছে চার বছর পর। এরপর অন্য সব সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর ছাপা হয়েছে। তুমুল সমালোচনার মধ্যেই পেইন অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ১৯ তারিখ চমকে দেওয়া সে সিদ্ধান্ত জানিয়েছেন পেইন।
একই ধরনের ঘটনায় গতকাল ক্রিকেট তাসমানিয়ার চাকরি হারালেন টাব। হেরাল্ড সান জানিয়েছে, তাসমানিয়ার সাবেক এই ক্রিকেটার নাকি একই নারীকে যৌন উত্তেজক বার্তা পাঠিয়েছিলেন। পেইনের বোনের স্বামী টাব ক্রিকেট ক্যারিয়ার শেষে ক্রিকেট তাসমানিয়ার অধীন অ্যাডিলেডের প্রিন্স আলফ্রেড কলেজের প্রথম একাদশের কোচ হয়েছিলেন। গত আগস্টে এমন খবরও বেড়িয়েছিল, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশেও চাকরি পেতে যাচ্ছেন টাব। জানা গেছে, পেইনের মতো টাবের ঘটনাটিও ২০১৮ মৌসুমের শুরুর দিকে। এ ব্যাপারে হেরাল্ড সানের প্রশ্নের মুখে টাব বলেছেন, ‘আমি দুঃখিত, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।’ এদিকে ক্রিকেট তাসমানিয়া বলেছে, ‘এ ব্যাপারে কোনো প্রশ্নের জবাব আমরা দিব না।’ তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাবের ব্যাপারে যে তদন্ত হচ্ছে, তাদের এ ব্যাপারে জানানো হয়েছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ