নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও খেলায় ফিরছে বাংলাদেশ-পাকিস্তান। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টের সিরিজ খেলতে এরই মধ্যে দুবাই থেকে সরাসরি ঢাকায় এসেছে বাবর আজমের দল। টি-টোয়েন্টি দিয়ে আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে সিরিজ। আর এই ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর মাঠে দর্শকদের প্রবেশাধিকার শুরু হচ্ছে দেশের ক্রিকেটে।
করোনা মহামারীর কারণ্যে গত আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। এবার করোনার টিকার দুটি ডোজ দেওয়া থাকলে দর্শকেরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। করোনার কথা ভেবে গ্যালারির দর্শক ধারণক্ষমতার অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে। মাঠে প্রবেশের সময় দর্শকদের করোনার টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। মাঠের ভেতর দর্শকদের মাস্ক পরিধান বাধ্যতামূলক। এছাড়া, করোনাকালে অনলাইনে ক্রিকেট ম্যাচের টিকিট কেনার সুযোগ ছিল। কিন্তু সিরিজে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে না। আজ থেকে বিসিবির নির্দিষ্ট বুথে থাকবে টিকিটের ব্যবস্থা। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন থাকা সাপেক্ষে টিকিট পাওয়া যাবে। বিভিন্ন শ্রেণিতে টিকিটের মূল্য হবে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
ছয় বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। ১৯, ২০ ও ২২ নভেম্বর পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। সবক’টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি খেলা শুরু হবে বেলা দুইটায়। এরপর দুই ম্যাচ টেস্টের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু মিরপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।