Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিইউতে রিজওয়ানের চিকিৎসা করা ভারতীয় চিকিৎসকের বিস্ময়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ২:০২ পিএম

সেমিফাইনালের আগের দিন রিজওয়ান ও শোয়েব মালিকের হালকা ফ্লু ছিল বলে টিম চিকিৎসক দল জানায়। তারা অনুশীলনও করেননি। তবে ম্যাচের দিন তারা ফিটনেস টেস্টে উতরে যান এবং ম্যাচটি খেলেন। আইসিইউতে রিজওয়ানের চিকিৎসা করার সময় দেখেছেন, মাঠে নামার জন্য কতটা ছটফট করছিলেন তিনি। তার দ্রুত সেরে ওঠাকে অলৌকিক বললেন পালমোনোলজি স্পেশালিস্ট ডা. শাহীর সাইনালাবদিন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৫২ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। কে বলবে, পাকিস্তানের এই ওপেনার আগের দুই দিন দুবাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন। অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ৫ উইকেটে হেরে গেলেও আইসিইউ থেকে মাঠে এসে রিজওয়ানের খেলার বিষয়টি নাড়া দিয়েছে ক্রিকেট বিশ্বকে। মাঠে নামতে কতটা অদম্য ইচ্ছাশক্তি আর তাড়না ছিল পাকিস্তানি ওপেনারের মনে, তা বোঝা যাবে আইসিইউতে তার চিকিৎসা করা ভারতীয় চিকিৎসকের বক্তব্যে।


খালিজ টাইমস এক প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানায়, রিজওয়ান বারবার ডাক্তারকে বলছিলেন, ‘আমি খেলতে চাই এবং দলের সঙ্গে থাকতে হবে।’ শাহীরের উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘তিনি ছিলেন শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাসী। তিনি যত দ্রুত সুস্থ হয়েছেন, তাতে আমি আশ্চর্য হয়েছি।’

শাহীরের মতে, ম্যাচের আগে রিজওয়ানের সেরে ওঠা ও ফিটনেস ফিরে পাওয়া ছিল এক কথায় অবাস্তব। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে অন্য যে কারো এক সপ্তাহ লাগার কথা। কিন্তু রিজওয়ানের শারীরিক ফিটনেস ও সহনশীলতার মাত্রা তাকে দ্রুত সুস্থ করে তুলেছে।

ওই চিকিৎসক জানান, হাসপাতাল থেকে ছাড়ার পাওয়ার পর রিজওয়ান সাইন করা একটি জার্সি উপহার দিয়েছেন তাকে।



 

Show all comments
  • Anwar Husain ১৩ নভেম্বর, ২০২১, ৬:০১ পিএম says : 0
    শোয়েব মালিকও অসুস্থ ছিলো কিন্তু রান করতে পারেনি তাই তার কথা বলাও হয়নি!
    Total Reply(0) Reply
  • Ak Rahman Partha ১৩ নভেম্বর, ২০২১, ৬:০২ পিএম says : 0
    তামিম হলে কত অজুহাত দেখাত আল্লাহ জানে
    Total Reply(0) Reply
  • Anwar Husain ১৩ নভেম্বর, ২০২১, ৬:০২ পিএম says : 0
    দিনশেষে সফলদের মানুষ মনে রাখে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ