Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবর আজমের লাইফস্টাইল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১১:৩৪ এএম

মাকে হাসপাতালে রেখেই টি২০ বিশ্বকাপ খেলতে আসেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইতোমধ্যে ৫ ম্যাচের চারটিতে তিনি করেছেন ৪টি হাফ সেঞ্চুরি। তার নেত্বতে পাকিস্তান উড়ছে। সব খেলায় অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছেন। সেই অধিনায়কের জীবন-যাপন কেমন?

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের জন্ম পাঞ্জাবি মুসলিম পরিবারে। কামার আকমল, উমর আকমলরা তাঁর চাচাতো ভাই। ২৭ বছর বয়সী ব্যাটসম্যান এখন পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। বছরে তাঁকে ৮৬ লাখ টাকা বেতন দেওয়া হয়। অর্থাৎ তাঁর মাসিক বেতন সাত লাখের একটু বেশি।

প্রায়ই বাবর বাবা, মাকে নিয়ে ছবি পোস্ট করেন। তারকাখ্যাতি পাওয়ার পরও নিজের শিকড়কে গেঁথে রেখেছেন মনে, মাথায়। নিয়ম করে গ্রামের বাড়িতে বেড়াতে যান তিনি। আর সেসব ছবি দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেমিতে ওঠা চার দলের এই চার অধিনায়কের ভেতর বাবরই সেলফি তোলায় পটু!

লাহোরে বাবরের নিজের একটি বিলাসবহুল বাড়ি আছে। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। তাঁর একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি আছে। তিনি হেড অ্যান্ড শোল্ডার, এইচবিএল, অপ্পো ও হুয়াওয়ের ব্র্যান্ড দূত। ইনস্টাগ্রামে ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই অধিনায়কের ভক্তসংখ্যা ১৫ লাখের বেশি! এই অল্প বয়সেই বাবরের মোট সম্পদের পরিমাণ ৩৪ কোটি টাকার বেশি।

বাবর আজম
দেশ: পাকিস্তান
বয়স: ২৭
উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
মোট সম্পদ: ৩৪ কোটি টাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ