Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

স্ত্রী-শাশুড়িকে নিয়ে ক্রিকেটার নাসিরের জামিন আবেদন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১১:০৮ এএম

ডিভোর্স না হওয়া সত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার।

রোববার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাসিরের আইনজীবী মোরশেদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানান।

এরআগে সকাল সোয়া ১০ টার কিছু পরে তারা আদালতে হাজির হন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তাদের হাজির হওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশে তারা আদালতে হাজির হন।

মামলার বাদী তাম্মির স্বামী রাকিব হাসান এবং তার আইনজীবী ইসরাত হাসানও আদালতে উপস্থিত হয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই‘র পুলিশ পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান। শুনানি শেষে আদালত ক্রিকেটার নাসিরসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।

গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন।

মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানেন।

মামলায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মানসিক বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে।



 

Show all comments
  • Monzur Alam ৩১ অক্টোবর, ২০২১, ৬:০৯ পিএম says : 0
    নুন্যতম একমাসের জেল দেওয়ার জোড় দাবী জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Md Eshak ৩১ অক্টোবর, ২০২১, ৬:১০ পিএম says : 0
    তার শশুর শাশুরী হলো কি করে যেখানে আইন বলতেছে অবৈধ বিয়ে।
    Total Reply(0) Reply
  • Salauddin Shek ৩১ অক্টোবর, ২০২১, ৬:১০ পিএম says : 0
    যারা প্রকাশ্যে এমন পাপাচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত জেনার ছবি পোষ্ট করছে আমরা তাদের গ্রেফতার কামনা করছি।
    Total Reply(0) Reply
  • Mahmud Ul Hasan ৩১ অক্টোবর, ২০২১, ৬:১১ পিএম says : 0
    অবৈধ সম্পর্কের কারনে এই দুনিয়ায় জামিন পেলেও পরকালে জামিন পাবে না
    Total Reply(0) Reply
  • মনে রেখ আমায় ৩১ অক্টোবর, ২০২১, ৬:১১ পিএম says : 0
    গ্রেপ্তার চাই। এদের কারনে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে
    Total Reply(0) Reply
  • Shamim Ahmed ৩১ অক্টোবর, ২০২১, ৬:১১ পিএম says : 0
    নাসির একদিন তুমিও অশান্তি ও অসহ্য যন্ত্রণা ভোগ করবে এই মহিলা কে নিয়ে, এটাই সন্দেহ হচ্ছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ