Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দুবাইয়ে মোম দিয়ে বানানো হলো কোহলির ভাস্কর্য

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ১২:৫৩ পিএম

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির একটি ভাস্কর্য তৈরি করেছে লন্ডনের মাডাম টুসেড জাদুঘর কর্তৃপক্ষ। লন্ডনভিত্তিক এ জাদুঘরটি নিজেদের দুবাই শাখায় রেখেছে কোহলির ভাস্কর্যটি।
দর্শনার্থীদের জন্য দুবাই শাখায় মোট ৬০ জন তারকার ভাস্কর্য তৈরি করেছে মাডাম টুসেড। যেখানে আছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ভাস্কর্যও।

মাডাম টুসেড তাদের যাত্রা শুরু করে লন্ডনে। সেখানে তারা মোম দিয়ে ভাস্কর্য তৈরি করে সকলকে চমকে দেয়। এরপর একে একে ২৫০টি ভাস্কর্য তৈরি করে তারা। এই ভাস্কর্যগুলো দেখার জন্য প্রতি বছর কয়েক লাখ মানুষ জাদুঘরটিতে ভীড় জমায়।

আর মানুষের আগ্রহ দেখে বিশ্বের বেশ কয়েকটি দেশে নিজেদের শাখা খুলেছে মাডাম টুসেড। এরই ধারাবাহিকতায় দুবাইয়ে হয়েছে তাদের শাখা। দুবাইয়ে আন্তর্জাতিক তারকাদের ভাস্কর্য ছাড়াও মধ্যপ্রাচ্যের জ্ঞানী গুণি মানুষদের ভাস্কর্যও ঠাঁই পেয়েছে। সুত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ