নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত শুক্রবার দুবাইয়ে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহের সঙ্গে আনঅফিসিয়ালি বৈঠক করেন পিসিবির সভাপতি রমিজ রাজা। এ বৈঠকের পর তিনি জানিয়েছেন রাজনীতিকে দূরে রেখে ভারতের সঙ্গে নতুন করে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন।
তবে তিনি জানিয়েছেন দুই বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য অনেক কাজ করতে হবে।
'আমি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহের সঙ্গে এসিসির মিটিংয়ের মাঝে কথা বলি। আমাদের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি খেলা থেকে রাজনীতি যতটা দূরে রাখা সম্ভব ঠিক ততটাই রাখা উচিত। আমাদের অবস্থান সব সময় এটিই ছিল। দুই বোর্ডের সঙ্গে সম্পর্ক পুনরায় ভালো করার জন্য আরো অনেক কাজ করতে হবে। তার আগে একটি একটি স্বস্তিজনক অবস্থান প্রয়োজন, এরপর দেখা যাবে আমরা কতদূর আগাতে পারব। সব মিলিয়ে আমাদের মধ্যে একটি অসাধারণ আলোানা হয়েছে।' প্রেস বিজ্ঞপ্তিতে বলেন রমিজ রাজা। সূত্র : ক্রিকেট পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।