Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দুর্দান্ত এক ক্যাচে লাখ রুপি পেলেন সাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১২:২৪ পিএম

আইপিএলের ফাইনালে এখন কলকাতা নাইট রাইডার্স। আর তাতে বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের অবদানও রয়েছে। বুধবার (১৩ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারানোর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো জনপ্রিয় টুর্নামেন্টটির ফাইনালে পৌঁছেছে কেকেআর।

এই ম্যাচে দলের জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল সাকিবের সামনে। তবে সেটি না হতে পারলেও জয়ে তার অবদান রয়েছে। দুর্দান্ত ক্যাচ ধরে ‘ম্যাচ সেরা ক্যাচের’ পুরস্কার পেয়েছেন তিনি।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগান। তার এই সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা পুরো ম্যাচে বারবার প্রমাণিত হয়েছে। দিল্লির ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে কলকাতার বোলাররা। যার কারণে স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারেনি তারা। এর মধ্যে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ শিখর ধাওয়ান।

তার রান যখন ৩৯ বলে ৩৬, ঠিক তখনই বরুণ চক্রবর্তীর বলে পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। আর সেটি দুর্দান্ত এক ডাইভে তালুবন্দী করে নেন সাকিব। তাইতো ভিভো পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ এর খেতাব জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে এক লাখ রুপি পুরস্কারও পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ