নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে খেলা দলগুলোর জন্যও বিদেশী কোচ আনার ব্যবস্থা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজ রবিবার লাহোরে একটি হোটেলে পাকিস্তানের স্থানীয় দলগুলোর ক্রিকেটোরদের সঙ্গে একটি মত বিনিময় সভায় এমন কথা বলেন দেশটির বোর্ডের প্রেসিডেন্ট রমিজ রাজা। ঘরোয়া ক্রিকেটের ভিত্তি শক্ত হলে জাতীয় দল শক্তিশালী হবে। আর তাই এখন আগে ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করতে চান রজিম। আর এক্ষেত্রে বিদেশী কোচরা বড় অবদান রাখতে পারেন বলে মনে করেন পিসিবির নতুন বস।
এ ব্যপারে রমিজ রাজা বলেন, ‘আমি এখানে একজন ক্রিকেটার হিসেবে এসেছি, পিসিবির সভাপতি হিসেবে নয়। আমরা আমাদের কোচিংয়ের মান বাড়াতে চাই। আর এজন্য ঘরের দলগুলোর জন্য বিদেশী কোচ আনতে চাই।’
ক্রিকেটারদের সঙ্গে কথা বললেও এই অনুষ্ঠানটিতে ঘরোয়া দলগুলোর কোন কোচ বা স্টাফদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
রমিজ রাজা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়ে একটুও খুশি না। তার ক্ষোভটা মূলত দলগুলোর কোচ ও স্টাফদের উপর। তিনি মনে করেন স্থানীয় কোচরা তেমনভাবে ক্রিকেটারদের যতœ নিতে পারছে না বা ভালো খেলোয়াড় বের করে আনতে পারছে না। কয়েকদিন আগে স্থানীয় কোচদের সম্পর্কে তিনি বলেছিলেন, ‘যারা কাজ ভালো করবে তারাই থাকবে, বাকিদের বাড়িতে চলে যেতে হবে।’
তাছাড়া এ অনুষ্ঠানে ক্রিকেটারদের কঠোর পরিশ্রম করার কথা বলেন পিসিবির প্রেসিডেন্ট। ‘যদি ক্রিকেটার হিসেবে তোমরা ভালো করতে চাও তাহলে শর্টকার্টের চিন্তা মাথা থেকে বের করে দাও। যারা ভালো পারফর্ম করতে পারবে তারাই সুযোগ পাবে। তাই কঠোর পরিশ্রম করে যাও।’ সূত্র : ক্রিকেট পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।