নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
র্পূবে ঘোষতি টিটোয়ন্টেি বশ্বিকাপরে ১৫ সদস্যরে মূল স্কোয়াড থকেে তনিটি পরর্বিতন এনছেে পাকস্তিান। দলে নতুন করে জায়গা পয়েছেনে সাবকে অধনিায়ক সরফরাজ আহমদে ও হায়দার আলী। অপরদকিে অতিরিক্ত সদস্য হসিবেে আগরে স্কোয়াডে জায়গা পাওয়া ওপনোর ফখর জামান মূল দলে সুযোগ করে নয়িছেনে। তবে একটি কথা শোনা যাচ্ছলি অভজ্ঞি ব্যাটসম্যান শোয়বে মালকিকে নয়ো হবে দল।কিন্তু পরর্বিততি দলওে জায়গা হয়নি তার।
এর আগে গত ৪ সেপ্টেম্বর বশ্বিকাপের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সে সময় দল নিয়ে অনেক সাবেক ক্রিকেটার ও সর্মথকরা আপত্তি জানয়িছেলিনে। এরপর স্কোয়াডে পরির্বতন আনার কথা বলা হয়। অবশেষ আজ শুক্রবার দলে পরর্বিতন আনা হল।
নতুন তনিজনকে জায়গা দতিে গয়িে বাদ পরছেনে আজম খান ও মোহাম্মদ হাসনাইন। অপরদকিে ফকর জামান মূল দলে সুযোগ পয়েছেনে খুশদলি শাহরে জায়গায়। তবে খুশদরি পুরোপুরি বাদ পরে যাননি।তাকে অতরিক্ত তিন জন খলেোয়াড়রে মধ্যে একজন হিসেবে রাখা হয়ছে।
পাকস্তিানরে নর্বিাচক কমিটি জানয়িছেে সদ্য সমাপ্ত পাকস্তিান টিটোয়েন্টি ন্যাশনাল লগিরে পারফরমন্সেরে উপর ভিত্তি করে এ পরর্বিতন আনা হয়ছে।
পাকস্তিান স্কোয়াড : বাবর আজম (অধনিায়ক), আসফি আলী, ফখর জামান, হায়দার আলী, শোয়বে মাকসুদ, মোহাম্মদ রজিওয়ান, সরফরাজ আহমদে, ইমাদ ওয়াসমি, মোহাম্মদ হাফজি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসমি, শাদাব খান, হারসি রউফ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি
অতিরিক্ত : খুশদলি শাহ, শাহনওেয়াজ দাহানি, উসমান কাদরি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।