Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমানে গিয়ে গরমে গা পুড়বে না মুশফিক-মাহমুদউল্লাহদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে আজ যাচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে মধ্যপ্রাচ্যের কোন দেশের কথা বলা হলে, সবার আগে তাদের চোখের সামনর ভেসে উঠে তীব্র তাপমাত্রার বিষয়টি। যারা প্রবাসী হিসেবে মধ্যপ্রাচ্যের দেষগুলোতে আছেন তারা জানেন কেমন গরম থাকে ওইখানটায়। তবে সাধারণের কাছে মধ্যপ্রাচ্য মানেই কাঠফাটা গরম।

এখন বাংলাদেশ দল যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ ওমানে যাচ্ছে খেলতে, এরপর সুপার টুয়েলভে জায়গা করে নিতে পারলে তারা যাবে আরব আমিরাতে, তাই কেউ কেউ হয়তো ভাবছেন এত গরমের মধ্যে খেলবেন কি করে মুশফিক-মাহমুদউল্লাহরা। আমাদের বাংলাদেশের তাপমাত্রা হলো সহনীয়। যদিও গত কয়েকদিনে তীব্র তাপদাহ চলছে দেশে।

এখন ভালো কথা হলো ওমানে এখন অসহনীয় গরম নেই। গত কয়েকদিন ধরে বাংলাদেশের তাপমাত্রাটা যেরকম চলছে, অনেকটা একইরকম তাপমাত্রা থাকবে ওমানে।

আবহাওয়া অধিদপ্তেরর দেয়া পূর্বাভাষে বলা হয়েছে ওমানে আগামীকাল তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে। আর অক্টোবর মাস যত যাবে, তাপমাত্রা ততটাই কমে আসবে। ফলে টাইগার সমর্থকরা যে আশঙ্কা করছে যে তীব্র গরমে নাকাল হয়ে যাবে তারা, এমনটি হবে না। তাছাড়া খেলোয়াড়দের জন্য তাপমাত্রা খুব কঠিন কিছু না। তারা দীর্ঘ সময় ধরে অনুশীলন করে তবে নিজেদেরকে যে কোন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেন।

তবে তবুও গরমের বিষয়টি চলেই আসে। যেমন কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল হবে ডিসেম্বর মাসে। তবুও কাতারকে তাদের সবগুলো স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত করতে হয়েছে, কারণ অন্য দেশগুলো প্রশ্ন করেছে এত গরমে তাদের খেলোয়াড়রা ফুটবল খেলবে কি করে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ