নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। খেলোয়াড়রা কিভাবে কি করলে ভালো হবে এসব নিয়ে আলোচনা করেন, আবার অনেকের সমালোচনাও করেন। আর এ কারণে মাঝে মাঝে পিটারসেনকে নিজেকেই সমালোচনার মুখে পরতে হয়।
কেভিন পিটারসেনের উপর এবার রাগ ঝেড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। পিটারসেনের উপর তার রাগের কারণ হলো, তিনি ইংলিশ খেলোয়াড়দের পরিবার ছাড়া অ্যাশেজে খেলতে যেতে বারণ করেছেন।
পিটারসেনের মতে পরিবারের সদস্যদের ছাড়া গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরবেন ক্রিকেটাররা। কারণ একে তো এটি একটি লম্বা সফর। তার উপর তখন হলো ক্রিসমাসের সময়। ওই সময়টায় পরিবারের সদস্যদের ছাড়া থাকলে ক্রিকেটাররা বিষন্নতায় ভুগবেন।
আর পিটারসেনের এমন মন্তব্যের জেরে তাকে মহাপন্ডিত বলে কটাক্ষ করেছেন টিম পেইন। তিনি বলেছেন পিটারসেন তো সব জানে, পৃথিবীর সব কিছুর ব্যপারে অবগত সে। এ ব্যপারে পেইনের বক্তব্য, 'আপনি যদি পৃথিবীর যে কোন বিয়ষ সম্পর্কে কিছু জানতে চান, তাহলে পিটারসেনকে জিজ্ঞেস করুন। সে বিশ্বের সবকিছুর উপর বিশেষজ্ঞ।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।