Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনামুলের পর সাজেদুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

গত মার্চেও তিনি ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার। ২০১৯ সালেও খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। বাংলাদেশ দলের হয়ে ৩ টেস্ট ও ১ টি-টোয়েন্টি খেলা সেই সাজেদুল ইসলাম খেলা ছেড়ে হয়ে গেলেন আম্পায়ার। ৩৩ বছর বয়সী বাংলাদেশ দলের সাবেক পেসারের আম্পায়ারিং অভিষেক হলো গতকাল। সাভারের বিকেএসপিতে চলমান শেখ কামাল অন‚র্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করলেন সাজেদুল। সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হকের পর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসেবে আম্পায়ারিং পেশায় এলেন তিনি।
সাজেদুলের টেস্ট অভিষেক হয় ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে। ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। তিন টেস্টে খেলা সাজেদুল ৩ উইকেটের মালিক। দেশের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছেন এই বাঁহাতি, ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সাজেদুল প্রথম শ্রেণির ৯৯ ম্যাচে ২৮.৩৫ গড়ে নিয়েছেন ২৪১ উইকেট। লিস্ট ‘এ’-তে ৫৫ ম্যাচে ৬৭ উইকেট। ৭ টি-টোয়েন্টিতে শিকার ৭ উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফি হকি
স্পোর্টস রিপোর্টার : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দু’বার পিছিয়েছিল এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। তবে এবার চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আয়োজনে আগামী ১৪ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায় এএইচএফ। এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হকির এবারের আসরটি ষষ্ঠ। এতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, জাপান, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। টুর্নামেন্টের সব খেলাই হবে মওলানা ভাসানী স্টেডিয়ামে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ