Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা ইংল্যান্ডের, জানাল আগামী বছর আসছে তারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ২:০৯ পিএম

কোন যুক্তিযুক্ত কারণ ছাড়া পাকিস্তান সফর বাতিল করায় ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর। সঙ্গে জানিয়েছেন আগামী বছর পাকিস্তানে সফর করবে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাতকারে এ কথা বলেন ইংল্যান্ড বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, 'আমি অত্যন্ত দুঃখিত যদি কেউ আমাদের সিদ্ধান্তের কারণে দুঃখ পেয়ে থাকে। বিশেষ করে পাকিস্তানে। বোর্ড সিরিজ স্থগিত করার যে সিদ্ধান্তটি নিয়েছে তা ছিল অনেক কঠিন। প্রাথমিকভাবে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও ভালোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়।'
'বোর্ড কারো সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেনি। নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। যদি সফরটি নিয়ে আমরা সামনে আগাতাম তাহলে খেলোয়াড়দের কাছে পরামর্শের প্রস্তাব দেয়া হতো। কিন্তু তা এতদূর যায়নি।' যোগ করেন ওয়াটমোর।

তিনি আরো জানান আগামী বছর একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড এবং তাদের দেয়া কথা রাখবে।

এদিকে খবর বের হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড খেলোয়াড় বা কোচিং স্টাফের কারো সঙ্গে সফর বাতিল করার আগে কথা বলেনি। এ বিষয়টি অবশেষে স্বীকার করেছেন চেয়ারম্যান।

ইংল্যান্ডও কোন কারণ ছাড়া সফর বাতিল করায় প্রচন্ড চাপের মুখে পরে। এমনকি নিজ দেশ থেকেই তাদের চাপ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ