Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুস্থ আছেন ইনজামাম, দ্রুতই ছাড়বেন হাসপাতাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১:২৫ পিএম

হার্টের সমস্যা নিয়ে সোমবার রাতে লাহোরের একটি হাসপাতালে ভর্তি হন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।

তবে তার হার্টের সমস্যাটি ছোটখাট। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তারদের পরামর্শে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি ইনজামামের পরিবারের এক সদস্যরের বরাত দিয়ে জানায় সোমবার শ্বাসকষ্টসহ শারীরিক অস্থিরতার কথা জানান পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এ ক্রিকেটার। তারপর তাকে রাতে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করে ডাক্তাররা নিশ্চিত হয় ছোটখাট হার্ট অ্যাটাক করেছেন তিনি।

ডাক্তাররা জানিয়েছেন ইনজামামের শারীরিক অবস্থা এখন অনেক ভালোর দিকে। তাকে দ্রতই ছাড়পত্র দেয়া হবে।

দীর্ঘকায় দেহের অধিকারী ইনজামাম ১২০টি টেস্ট ও ৩৭৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিন্তানের হয়ে।

২০১৬-২০১৯ সাল পর্যন্ত তিনি পাকিন্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন। তার আমলে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। এছাড়া ২০১৬ সালে তিনি আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ