নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে এসে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই পুরো সিরিজ বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তাদের এমন কর্মকান্ডে আবারও পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কিউইদের এমন আচরণ ক্ষমার অযোগ্য বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কোনোরকম আলোচনা না করে এভাবে একতরফাভাবে নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করা হয়নি বলে মনে করেন সাবেক এই তারকা অলরাউন্ডার। যেখানে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিস্থিতি যাচাই-বাছাই করে পাকিস্তান সফরে এসেছিলো কিউইরা, তারপরও তাদের এমন আচরণ অযৌক্তিক এবং তা সহ্য করা উচিৎ নয় আফ্রিদি।ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের এমন আচরণের তীব্র সমালোচনা করে পাকিস্তানের তারকা এই ক্রিকেটার বলেন, ‘আমরা সবাই জানি যে, ট্যুরের ব্যবস্থা করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে যাচাই -বাছাই করা হয়। সফরকারী দেশের নিরাপত্তা সদস্যদের দ্বারা যথাযথ তদন্ত পরিচালিত হয়। সকল বিষয় সংজ্ঞায়িত করা হয় এবং যখন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তখনই দলগুলিকে দেশটিতে সফরের জন্য সবুজ সংকেত দেওয়া হয়।’ আফ্রিদি আরও যোগ করেন, ‘নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাকিস্তান ভালোবাসে এবং তাদের জন্য এরকম কিছু করা ক্ষমার অযোগ্য। যদি কোনো সম্ভাব্য হুমকি থাকে, তাহলে তাদের পিসিবিকে তা জানানো উচিত ছিল এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি ম‚ল্যায়নের জন্য অপেক্ষা করতে হতো।’
আফ্রিদি আরও বলেছেন ভুয়া হুমকি ভারত থেকে এসেছে এবং এটি পাকিস্তানকে বদনাম করার চক্রান্ত। তাই বিশ্বের ক্রিকেট খেলুড়ে শিক্ষিত দেশগুলোকে ভারত-পাকিস্তান দ্ব›দ্ব থেকে নিজেদের দ‚রে রাখার পরামর্শ এই অলরাউন্ডারের, ‘যদি আমরা বড় ছবির দিকে তাকাই তাহলে অবশ্যই, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই এজেন্ডার পিছনে কে আছে। এই ভুয়া ইমেলগুলিকে খুব বেশি মনোযোগ দেওয়া উচিৎ নয় এবং শিক্ষিত দেশগুলিকে অবশ্যই ভারত-পাকিস্তান দ্ব›দ্ব থেকে নিজেদের দ‚রে রাখতে হবে এবং বিচ্ছিন্নভাবে তাদের সিদ্ধান্ত নিতে হবে।’
নিউজিল্যান্ডের এমন কান্ডের পর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ইউনিস খানসহ অনেকেতো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বয়কটের আহবান জানিয়েছেন। তবে ম্যাচ বর্জনের পক্ষে নন আফ্রিদি। বরং মাঠে খেলায় তাদের হারিয়ে জবাব দেওয়ার পক্ষে তারকা এই অলরাউন্ডার, ‘আমাদের পারফরম্যান্স এবং ম্যাচ জেতার মাধ্যমে আমাদের সমালোচকদের জবাব দেওয়া উচিৎ। আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা বিশ্বকাপে যেন আমাদের সেরাটা দিতে পারি।’ পাশাপাশি দলগুলোর এমন অযৌক্তিকভাবে সিরিজ বাতিল করে অনবরত পাকিস্তান ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা রোধে আইসিসির হস্তক্ষেপের প্রত্যাশাও করেছেন ৪৪ বছর বয়সী বুমবুম তারকা, ‘পাকিস্তান যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোন প্রমাণ ও আলোচনা ছাড়াই দলগুলো অনবরত তাদের সফর বাতিল করে চলেছে, এমন সময়ে গভর্নিং বডির চুপ করে বসে থাকা উচিৎ নয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।