নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানি সংবাদ সংস্থা এআরআইয়ের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেছেন টাকার জন্য নিজেদের ডিএনএ পরিবর্তন করে ফেলেছে অজি ক্রিকেটাররা।
অস্ট্রলিয়ার ক্রিকেটাররা মাঠে আগ্রাসী থাকে। প্রতিপক্ষ দলের খেলোয়াদের স্লেজিং করে। এটিই তাদের চিরচেনা রূপ। রমিজ বুঝিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ডিএনএই এ রকম। কিন্তু টাকা ও আইপিএলের জন্য শুধুমাত্র ভারতের বিপক্ষে এরকম আচরণ করা থেকে বিরত থাকে, উল্টো খুশি মনে খেলে বলে দাবী করেন রমিজ।
এ ব্যপারে তিনি বলেন, 'অষ্ট্রেলিয়ানরাতো টাকার জন্য তাদের ডিএনএ পরিবর্তন করেছে। তারা ভারতের বিপক্ষে খুশি মনে ও আগ্রাসী মনোভাব ছাড়া খেলে। আইপিএলের চুক্তি বাঁচানোর জন্য ক্রিকেটারদের উপর চাপ রয়েছে। আইপিএল থেকে ক্রিকেটাররা টাকা ছাড়াও উপরি জিনিসপত্র পায়।'
তাছাড়া তিনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও সমালোচনা করেছেন। এ দুটি দেশ পাকিস্তানের সঙ্গে অন্যায় করেছে বলেও দাবী করেন তিনি। সূত্র : ক্রিকট্রেকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।