নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চারদিনের একমাত্র ম্যাচে প্রথমদিন শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২২ রানে এগিয়ে। প্রথমে ব্যাট করতে নেমে আফগান পেসার বিলাল সামি এবং লেগস্পিনার ইজহারুল নাভিদের ঘূর্ণিতে ১৬২ রানেই থেমে যায় টাইগার যুবাদের প্রথম ইনিংস। জবাবে ২ উইকেটে ৪০ রানে প্রথম দিন শেষ করেছে আফগানিস্তান।
সিলেটে শেষ হয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ; ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগার যুবারা। প্রস্তুতিটা খুব ভাল না হলেও, খারাপ যে হয়নি সেটা ফলাফলই বলে দেয়। ওয়ানডে সিরিজ শেষে একটিমাত্র চারদিনের ম্যাচে বুধবার মাঠে নেমেছে দুই দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আইচ মোল্লাহর; ওয়ানডেতে মেহরাব হোসেন দায়িত্ব পেলেও চারদিনের ম্যাচে অধিনায়কের দায়িত্বে ওয়ানডে সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান। ব্যাটিংয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করলেও, অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্সে নিশ্চয়ই খুশি হওয়ার কথা না আইচের। প্রথম ইনিংস শেষে টাইগার যুবাদের সংগ্রহটা যে মাত্র ১৬২। আফগান পেসার বিলাল সামি নিয়েছেন ৫টি উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে ইফতিখার হোসেনকে নিয়ে শুরুটা খারাপ করেননি প্রান্তিক নওরোজ নাবিল। দুজনের প্রথম উইকেট জুঁটিতে এসেছে ৪৬ রান; ব্যক্তিগত ২০ রানে নাবিল প্যাভিলিয়নে ফিরেছেন, ৩৭ রান করে আরেক ওপেনার ইফতি যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন তখন টাইগার যুবাদের সংগ্রহ ৬৯; ৭৩ রানেই ফিরেছেন খালিদ হাসান। এরপর মেহরাব হোসেনকে সাথে নিয়ে ইনিংসকে এগিয়ে নেয়ার কাজটা নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক; দুজনের ব্যাট থেকে আসে মূল্যবান ৪৪টি রান। ইজহারুল নাভিদের ঘূর্ণিতে বোল্ড হয়ে ব্যক্তিগত ২৮ রানেই প্যাভিলিয়নে ফিরে যান মেহরাব।
মেহরাবের উইকেটের পর ছন্দ হারায় টাইগার ব্যাটিং লাইনআপ। তুলতে পারেনি ৫০টি রানও; হারিয়েছে বাকি ছয়টি উইকেটই। সর্বোচ্চ ৩৯ রান এসেছে অধিনায়ক আইচ মোল্লাহর ব্যাট থেকে; শেষ পাঁচজনের একজনও পারেননি দু অঙ্কের রান করতে। প্রথম ইনিংস শেষে টাইগার যুবাদের সংগ্রহটাও তাই মাত্র ১৬২। আফগান পেসার বিলাল সামি নিয়েছেন ৫টি উইকেট, লেগস্পিনার ইজহারুল নাভিদের সংগ্রহ ৪টি উইকেট।
টাইগারদের ইনিংস শেষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করেতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান; ইনিংসের ২য় ওভারে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার সুলাইমান সাফি। উইকেটকিপার ইসহাক জাজাই অ্যাটাকিং ক্রিকেটে শুরুর বিপর্যয় কাঁটিয়ে উঠার চেষ্টা করলেও ব্যক্তিগত ১৭ রানেই ফিরে যান প্যাভিলিয়নে। এরপর অধিনায়ক ইজাজ আহমেদকে সাথে নিয়ে দিন শেষ করেন ওপেনার বিলাল সায়েদি। দিনশেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ৪০। অফস্পিনার আশরাফুল ইসলাম নিয়েছেন ১টি উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।