নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে স্কোয়াডের তালিকা পাঠানোর অনেক আগেই সরে যান তামিম। এরপর ১০ সেপ্টেম্বর খেলোয়াড়দের তালিকা পাঠানোর সময় শেষ হওয়ার আগেই তামিমকে ছাড়া দল ঘোষণা করে দেয় বিসিবি এবং সেটি আইসিসির কাছে পাঠিয়ে দেয়।
কিন্তু মঙ্গলবার তামিমকে দলে ফেরানোর জন্য তার নিজ শহর চট্টগ্রামে মানববন্ধন করা হয়। সেই মানববন্ধন থেকে দাবী করা হয় তাকে যেন বিশ্বকাপের দলে নেয়া হয়।
১০ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াডের তালিকা পাঠানোর সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। এখন সে সময় শেষ হয়ে আরো পাঁচদিন পেরিয়ে গেছে। এমন সময় তামিমকে দলে ফেরানোর দাবী উঠল।
কিন্তু এখন প্রশ্ন হলো, তামিমকে কি এখন দলে নেয়া যাবে? প্রশ্নের উত্তরটা হলো হ্যাঁ। তামিম যদি খেলতে চান, আবার বিসিবি যদি চায় তামিমকে ফেরাতে, তবে তা সম্ভব।
আইসিসি ১০ সেপ্টেম্বর সময় বেঁধে দিলেও তারা জানিয়েছে দেশগুলো ইচ্ছে করলে শেষ মূহুর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে এটি করতে হবে বিশ্বকাপের জন্য দলগত কোয়ারেন্টাইন শুরু করার পাঁচদিন আগে। এরপর আর নতুন কাউকে দলে নেয়া যাবে না। আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। ফলে বাংলাদেশ দল এখনো কোয়ারেন্টাইন শুরু করেনি।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল ১৫ জন খেলোয়াড় ও আটজন কোচিং স্টাফ ও অফিসিয়ালের তালিকা দিতে। তারা একটি দেশের মোট ২৩ জনের খরচ বহন করবে। তবে দলগুলো ইচ্ছে করলে যতজন খুশি ঠিক ততোজন বাড়তি খেলোয়াড় নিতে পারবে। তবে সেই খেরোয়াড়দের সকল ব্যবস্থাপনা করতে হবে সেই দেশগুলোর নিজের খরচে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।