নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গতকাল দল ঘোষণা করে আফগানিস্তান। রশিদ খানকে দলের অধিনায়ক করা হয়। তবে দল ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পর অধিনায়কত্ব ছেড়ে দেন রশিদ। কারণ হিসেবে তিনি জানান দল সাজানোর সময় তার মতামত নেয়া হয়নি।
রশিদ খানের হঠাৎ করে অধিনায়কত্ব ছাড়ার কারণ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে জানান আফগান বোর্ডের এক কর্মকর্তা। তিনি জানান দলে আনফিট ও বয়স্ক খেলোয়াড় নেয়ার কারণে সরে দাঁড়িয়েছেন রশিদ। এ ব্যপারে ওই কর্মকর্তা বলেন, 'রশিদ দল নিয়ে খুশি নয়, কারণ দলে তরুণদের বদলে অনেক বুড়ো খেলোয়াড়কে নেয়া হয়েছে। তাই সে সরে গেছে। এখন সে অধিনায়ক থাকবে না। আমাদের নতুন চেয়ারম্যান নিজে ক্ষমতা খাটিয়ে এ দল ঘোষণা করেছে।'
জানা গেছে হামিদ হাসান, শাপুর জাদরান, দৌলত জাদরান ও মোহাম্মদ শেহজাদকে নিয়েই সমস্যা রশিদ খানের। তারা প্রত্যেকে অনেক দিন জাতীয় দলে বাইরে ছিলেন। ফলে তাদের নিয়ে ভরসা পাচ্ছেন না রশিদ।
এদিকে তালিবান ক্ষমতা দখল করার পর বোর্ডটির চেয়ারম্যান পদটিতে নিজেদের লোক বসায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।